প্রবীর চক্রবর্তী, কলকাতা : ফের ভোর রাতে শহরে বেপরোয়া গতির বলি? বেহালার সখেরবাজারের কাছে ডায়মন্ড হারবার রোডে দুর্ঘটনায় মৃত্যু হল এক বাইক আরোহীর।
কীভাবে দুর্ঘটনা
ভোর ৩টে ১৫মিনিট নাগাদ বছর ত্রিশের শুভদীপ বিজলি নামে ওই বাইক আরোহীকে রাস্তায় পড়ে থাকতে দেখেন টহলরত ঠাকুরপুকুর থানার পুলিশ। গুরুতর জখম বাইক আরোহীকে উদ্ধার করে বিদ্যাসাগর হাসপাতালে পাঠায়। সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। মৃত শুভদীপ বিজলির পেশায় গ্রিল মিস্ত্রি, মহেশতলার ময়নাগড়ের বাসিন্দা।
পুলিশ কী জানাল
পুলিশ সূত্রে খবর, ঠাকুরপুকুরের দিক থেকে বেহালা চৌরাস্তার দিকে বাইকে যাচ্ছিলেন শুভদীপ। সেই সময় একটি গাড়ি তাঁকে ধাক্কা মারে বলে প্রাথমিকভাবে অনুমান করছে পুলিশ। তবে ওই বাইক আরোহীকে কোনও গাড়ি ধাক্কা মেরে পালিয়েছে, নাকি নিজেই নিয়ন্ত্রণ হারিয়ে বাইক থেকে পড়ে গিয়েছেন, তা নিয়ে এখনও ধোঁয়াশা। ঘটনাস্থলের সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ।
নভেম্বরেই বেহালায় ঘটেছিল দুর্ঘটনা
দিনটা ছিল ৬নভেম্বর। অফিস টাইমে ঠাকুরপুকুর 3A বাসস্ট্যান্ডের কাছে ডায়মন্ড হারবার রোডে ঘটে যায় ভয়াবহ দুর্ঘটনা। দাঁড়িয়ে থাকা বাসের পিছনে ধাক্কা মারে আরেকটি বাস। আর সেই ধাক্কার অভিঘাতে সামনের বাসটি ডিভাইডারে উঠে যায়। আর পরপর ধাক্কা মারে দুটি গাড়িকে। এই ধাক্কাধাক্কিতে আহত হন ২১ জন।
এই বছরই অগাস্টে ঠাকুরপুকুরের কাছে জেমস লং সরণিতে দুর্ঘটনার মুখে পড়ে যায় পড়ুয়া-বোঝাই পুলকার। সকাল সাড়ে ৬টা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছিল। রাস্তায় পড়ে থাকা পাথরে ধাক্কা মেরে উল্টে গিয়েছিল পুলকারটি। গাড়িতে থাকা পড়ুয়ারা রীতিমতো আহত হয়। স্থানীয়রাই তাদের উদ্ধার করেছিলেন। মাস কয়েকের মধ্যেই আবার ঠাকুরপুকুরে ঘটে গেল এই দুর্ঘটনা।
আরও পড়ুন- বিধায়কের বিয়ে, কন্যাদান করলেন মন্ত্রী ! কিন্তু মিস্ হয়ে গেল হানিমুন
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
কিছুদিন আগে সাতসকালে ময়দান এলাকায় বেপরোয়া BMW গাড়ির ধাক্কায় মৃত্যু হয় বাইক আরোহী এক কলেজ ছাত্রের। সকাল ৬টা নাগাদ ফোর্ট উইলিয়ামের দক্ষিণ গেটের সামনে দুর্ঘটনা ঘটে। পুলিশ সূত্রে খবর, খিদিরপুরের দিক থেকে ময়দানের দিকে পাশাপাশি আসছিল গাড়ি এবং বাইক। বাইকে চড়ে ময়দানে খেলতে আসছিলেন তিন তরুণ। কারও মাথায় হেলমেট ছিল না। একের পর এক দুর্ঘটনায় প্রশ্ন উঠছে বেপরোয়া গাড়ি চালানো ও পথ নিরাপত্তা নিয়ে।