মুম্বই : চন্দ্রযান-৩ মিশনের সাফল্য নজর কেড়েছে গোটা বিশ্বের। প্রশংসা বার্তা এসেছে বিভিন্ন দেশ থেকে। চন্দ্রযান-৩ সাফল্যের এবার উচ্ছ্বসিত প্রশংসা করলেন NASA-র প্রশাসক বিল নেলসন। 'ভারত এমন একটা জিনিস করেছে যা কোনও দেশ পারেনি এবং তার জন্য সব প্রশংসা তাদের প্রাপ্য' বলে মন্তব্য করেন তিনি।


মুম্বইয়ে সাংবাদিকদের সঙ্গে কথোপকথনের সময় বিল বলেন, "ভারতকে অভিনন্দন জানাই। আপনারাই প্রথম চাঁদের দক্ষিণ মেরুর চারপাশে পা রাখলেন। আমরা পরের বছর কমার্সিয়াল ল্যান্ডার পাঠাতে চলেছি পরের বছর। কিন্তু, ভারতই প্রথম। অন্যরা চেষ্টা করেছে, কিন্তু ব্যর্থ হয়েছে। ভারত সফল হয়েছে। এই সাফল্যের জন্য আপনাদের প্রশংসা প্রাপ্য। এটা খুবই তাৎপর্যপূর্ণ।" 


NASA-র প্রশাসক জানান, তাঁরা শীঘ্রই আবার চাঁদে যাচ্ছেন। তবে, এবার তাঁদের সঙ্গে থাকবে আন্তর্জাতিক সঙ্গীরা। এই প্রথম আন্তর্জাতিক ক্রু মেম্বাররা একসঙ্গে চাঁদে যাবেন। তাঁর সংযোজন, "ভারতের বাণিজ্যিকভাবে বিনিয়োগের প্রভূত সুযোগ রয়েছে। এখন NASA-য় আমাদের বাণিজ্যিক সঙ্গী আছে। আমরা আবার চাঁদে ফিরে যাচ্ছি। তবে, এবার বাণিজ্যিক সঙ্গীকে নিয়ে। সঙ্গে থাকবে আন্তর্জাতিক সঙ্গীরা। এখন থেকে এক বছরের মধ্যে জ্যোতির্বিদদের নিয়ে চাঁদে যাচ্ছি। অর্থাৎ, আন্তর্জাতিক ক্রু থাকবে। কাজেই, আমাদের মহাকাশ অভিযানের বড় অংশ বাণিজ্যিক এই উদ্যোগ। ভারতের ক্ষেত্রেও তা-ই হবে।"  


বৃহস্পতিবার বেঙ্গালুরুর ইউআর রাও স্যাটেলাইট সেন্টারের পরিদর্শন করেন নেলসন। সেখানে NASA-ISRO Synthetic Aperture Radar স্যাটেলাইটের পরীক্ষা নিরীক্ষা চলছে। যার পথচলা শুরু হওয়ার কথা ২০২৪-এ।


গত ২৩ অগাস্ট ISRO-র পাঠানো চন্দ্রযান-৩ সফলভাবে চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করে। বিশ্বের প্রথম দেশ হিসাবে এই সাফল্য অর্জন করে ভারত। এর সঙ্গে সঙ্গে চার বছর আগে চন্দ্রযান-২ ব্যর্থতার কষ্টও মুছে ফেলেন ইসরোর বিজ্ঞানীরা। কাজেই, মহাকাশ গবেষণায় এরকম একটা সাফল্যকে দেশবাসী যাতে মনে রাখে, সেই লক্ষ্যে ফি বছর এই দিনটিকে জাতীয় মহাকাশ দিবস হিসাবে পালনের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র।


২৩ অগাস্ট চন্দ্রযান-৩ এর চাঁদের দক্ষিণ মেরুতে সফল অবতরণের পর, চাঁদের মাটিতে নেমে পড়ে ল্যান্ডার বিক্রমে থাকা প্রজ্ঞান রোভার। এরপর দক্ষিণ মেরুতে নানা রহস্য সন্ধানে পরীক্ষা-নিরীক্ষা চালায়। ২০১৯-এর ব্যর্থতার পর, এবারের সাফল্যে উচ্ছ্বসিত হয়ে পড়েন দেশবাসী। গোটা দেশজুড়ে উদযাপন শুরু হয়। এই পরিস্থিতিতে আগামী দিনে নতুন চ্যালেঞ্জ নিতে প্রস্তুতির কথা জানিয়ে দিয়েছেন ISRO-র প্রধান এস সোমনাথ।