কলকাতাঃ পার্থ-অর্পিতাকাণ্ডের পর এবার অনুব্রত-র (Anubrata Mandal) কাছ থেকে প্রায় ১৭ কোটি ফিক্সড ডিপোজিট (Fixed Deposit)বাজেয়াপ্ত করেছে সিবিআই (CBI) । আর এই ঘটনা প্রকাশ্যে আসতেই বিস্ফোরক প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী (Adhir Chowdhury) । তিনি এদিন বলেন, 'পিতার পাপে, কন্যার শাস্তি। বাঙালি ১৭ কোটি টাকা শুনে হাঁফিয়ে যাচ্ছে। ১৭ কোটি কেন, হাজার হাজার কোটি টাকা আছে। কিছুই দেখেননি এখনও আপনারা। প্রথমদিনই আমি বলেছি এটা হিমশৈল মাত্র। হাজার হাজার কোটি টাকা লুঠ হয়েছে বাংলায়। সারা বাংলায় তৃণমূল নেতার বাড়িতে কোটি কোটি টাকা আছে।'
উল্লেখ্য, পার্থ-অর্পিতার পর এবার অনুব্রতর অ্যাকাউন্টেও মিলেছে কোটি কোটি টাকা। অনুব্রতর কাছ থেকে প্রায় ১৭ কোটি বাজেয়াপ্ত করেছে সিবিআই। প্রায় ১৬ কোটি ৯৭ লক্ষ টাকার ফিক্সড ডিপোজিট বাজেয়াপ্ত করা হয়েছে। অনুব্রত-সহ ঘনিষ্ঠদের অ্যাকাউন্টে কোটি কোটি টাকার হদিশ। প্রসঙ্গত, গত কয়েকদিন আগেই পার্থ ঘনিষ্ঠ অর্পিতার ফ্ল্যাট থেকে কোটি কোটি টাকা উদ্ধার হয়েছে। টালিগঞ্জ, বেলঘড়িয়া দফায় দফায় দুটি ফ্ল্যাট থেকে বিপুল নগদ টাকা, সম্পত্তি, কোম্পানি সহ একাধিক নথি উদ্ধার করেছে ইডি। 'টাকা আমার নয়', বলে ইতিমধ্য়েই জানিয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। আর সেই ঘটনার পর সামনে এল অনুব্রত-র টাকা বাজেয়াপ্তকাণ্ড।
এদিকে একইদিনে, পরেশ-কন্যার পর এবার অনুব্রত-কন্যার বিরুদ্ধে হাইকোর্টে উঠেছে মামলা। টেট পাস না করেই প্রাথমিকে শিক্ষকের চাকরি অনুব্রত-কন্যার? স্কুলে হাজিরার বদলে বাড়িতেই আসত হাজিরার রেজিস্টার? আগামীকাল দুপুর ৩টের মধ্যে টেট সার্টিফিকেট নিয়ে হাজিরার নির্দেশ দিয়েছে।অভিযোগ, টেট পাস করেননি অনুব্রত-কন্যা সুকন্যা, বাড়িতেই আসত রেজিস্টার। প্রাথমিক শিক্ষকের চাকরি পেয়েছেন, কোনওদিন স্কুলে যাননি। হাজিরার রেজিস্টার পাঠানো হত অনুব্রত-র বাড়িতে। বোলপুরের কালিকাপুরে প্রাথমিক বিদ্যালয়ে চাকরি পেয়েছেন সুকন্যা। হাইকোর্টে অভিযোগ মামলাকারীর আইনজীবী ফিরদৌস শামিমের। কালকের মধ্যে স্কুলের ভারপ্রাপ্ত শিক্ষিকাকে রেজিস্টার নিয়ে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে।
আরও পড়ুন, টেট পাস না করেই চাকরি অনুব্রত-কন্যার ? স্কুলে না গিয়েই প্রতি মাসে বেতন !
এদিকে ইতিমধ্য়েই অনুব্রতকে গ্রেফতারের ইস্যু নিয়ে প্রশ্ন তুলেছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলেছিলেন, 'অনুব্রতকে গ্রেফতার করলেন কেন ? কী করেছিল কেষ্ট ? কেষ্টকে জেলে আটকালে কী হবে ? ওদের এজেন্সির কিছু লোক রয়েছে, তাঁদের টাকা দিয়ে পোষে। মাঝরাতে কেন সিবিআই বাড়িতে ঢুকছে ? কেষ্টর বাড়িতে তাণ্ডব চালিয়েছে সিবিআই।' আর মমতার এই প্রতিক্রিয়ার পরেই, 'আত্মবিশ্বাস বৃদ্ধি পেয়েছে' অনুব্রত-র, দাবি আইনজীবীর। অনুব্রত-র আইনজীবী জানিয়েছেন, 'দলনেত্রী ওনাকে সাপোর্ট করেছেন। তাতে ওনার আত্মবিশ্বাস বৃদ্ধি পেয়েছে। এবং উনি বলেছেন, জানতাম দিদি পাশে থাকবেন। উনি জানেন আমি নির্দোষ। এই ঘটনার সঙ্গে আমার কোনওভাবে যোগসূত্র নেই।আইনজীবী আরও বলেন, 'সবাই জানেন, উনি শারীরিকভাবে অসুস্থ। সেই অবস্থাতেই একটা আত্মবিশ্বাস ওনার মধ্যে অবশ্যই এসেছে।'