সন্দীপ সরকার, কলকাতা: স্বাস্থ্য ভবনে ফের বোমাতঙ্ক। ইমেলে স্বাস্থ্য ভবন উড়িয়ে দেওয়ার হুমকি। ২৪ ঘণ্টায় দ্বিতীয়বার স্বাস্থ্য ভবনে বোমাতঙ্ক। ঘটনাস্থলে বিধাননগর থানার পুলিশ ও ডগ স্কোয়াড।
আজ সকাল ৯ টার সময় ইমেলটি আসে..
শেষ অবধি পাওয়া খবরে, স্বাস্থ্য ভবনের বাইরের চত্বরে তল্লাশি শেষ হয়েছে। সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। সেখানে আমরা দেখতে পেলাম, স্নিফার ডগ নিয়ে তল্লাশি অভিযান, সেটা শেষ হয়েছে। স্বাস্থ্যভবনের আনাচেকানাচে এই ধরণের সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। এই মুহূর্তে বম্ব স্কোয়াড এবং স্নিফার ডগ তাঁরা স্বাস্থ্য ভবনের ভিতরে তল্লাশি করছে। আজ সকাল ৯ টার সময় ইমেলটি আসে।
'বিকেল ৫ টার সময় বিস্ফোরণ হবে..'
সেই ইমেলে উল্লেখ করা হয়েছে, স্বাস্থ্য ভবনের বিতরে ৪ টি RDX রাখা হয়েছে। IED প্লেস করা হয়েছে। সেগুলি, অক্সফোর্ড ক্যাম্পাস এবং স্বাস্থ্য ভবন ওয়েস্টবেঙ্গলে রাখা হয়েছে বলে উল্লেখ করা হয়। বলা হয় যে, বিকেল ৫ টার সময় বিস্ফোরণ হবে, এই মর্মে ইমেল আসে।ইমেল টি পাঠানো হয়েছে এক স্বাস্থ্য আধিকারিককে। এবং সে মেল আইডি থেকে পাঠছানো হয়েছে, সেটিও যথেষ্ট সন্দেহজনক। এদিন সকাল ৯ টা নাগাদ এই ইমেলটি পাঠানো হয়।
ইমেলের বিষয়টি চোখে আসতেই জানানো হয়, বিধাননগর পুলিশকে
গতকাল যে ইমেলটি এসেছিল, সেখানে বলা হয়েছিল, দুপুর একটা নাগাদ উড়িয়ে দেওয়া হবে স্বাস্থ্য ভবন। আজকের ইমেলে বলা হয়েছে, বিকেল ৫ টা নাগাদ উড়িয়ে দেওয়া হবে স্বাস্থ্যভবন। কালকের তল্লাশিতেও কিছু পাওয়া যায়নি। আজকেও এখনও অবধি তল্লাশিতে কিছু পাওয়া যায়নি। এদিন ইমেলের বিষয়টি চোখে আসতেই জানানো হয়, বিধাননগর পুলিশকে। সেই মত পুলিশ এসে পৌছয়। তারপর থেকে লাগাতার এই তল্লাশি চলতে থাকে। এবং সেই তল্লাশি এখনও পর্যন্ত জারি রয়েছে।
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ) ডিসক্লেমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।