কলকাতা: নভেম্বরে রাজ্যে আসতে পারেন অমিত শাহ (BJP Leader Amit Shah)। ৫ নভেম্বর ইস্টার্ন জোনাল কাউন্সিলের বৈঠক, আসতে পারেন অমিত শাহ। করোনার জন্য ২ বছর পর এবার ইস্টার্ন জোনাল কাউন্সিলের বৈঠক। আর সেই বৈঠকেই মূলত যোগ দিতে রাজ্যে আসতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ।
পুজোর পরে বাংলায় আসতে পারেন অমিত শাহ
প্রসঙ্গত, একুশের বিধানসভার আগে বাংলায় পঞ্চপাণ্ডব পাঠিয়ে প্রায় সপ্তাহে সপ্তাহে অমিত শাহ এসে বৈঠক করে গিয়েছেন। এসেছেন ভোট পরবর্তী হিংসার মামলার ইস্যুতেও। রাজ্যে এসে ভোট পরবর্তী মামলায় কাকুড়গাছির অভিজিৎ সরকার-সহ আরও একাধিক বিজেপি নেতা-কর্মী খুনের পরিসংখ্যান দিয়েছিলেন শাহ। মাঝে বাংলা সফরে এসে, কাশীপুরে বিজেপি কর্মী খুনের পর সফল সূচি বদলে সেবার মৃতের পরিবারকে সময় দিয়েছিলেন অমিত শাহ। তবে এরপর ফের পরিস্থিতি জটিল হয় বাবুল-সহ একাধিক বিজেপি বিধায়কদের তৃণমূল যোগে।রাজ্য বিজেপির একের পর এক বিধায়ক বিয়োগের পরেও তিনি এ শহরে আসেন। তবে শুধুই তিনি নয়, বিজেপির সর্ব ভারতীয় সভাপতি নাড্ডাও আসেন কলকাতায়। বিপুল হারের পর বিধায়ক বিয়োগে কার্যতই প্রশ্ন মুখে পরে রাজ্য বিজেপির শীর্ষ নের্তৃত্ব। তবে এই মুহূর্তে ফোকাস ঘুরেছে অন্যদিকে। কিন্তু রাজ্যের এই মুহূর্তে কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সির হাতে যেভাবে শাসকদলের একের পর এক নেতা-মন্ত্রী গ্রেফতার হচ্ছে, সেই পরিস্থিতির মাঝে শাহ-সফর ঘিরে বেশ ভালই চাপানউতোর রাজনৈতিক মহলে।
আরও পড়ুন, 'এমন উন্মাদ কোথাও খুঁজে পাবে নাকো তুমি', 'কচুরিপানা'-র আইডিয়া শুনে বিস্ফোরক শুভেন্দু
অভিষেকের তোপের পর রাজ্যে অমিত শাহ
তবে মুদ্রার অফর পিঠও আছে। সম্প্রতি কয়লা পাচারকাণ্ডে কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সির তলব শেষে বাইরে বেরিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-র নাম তুলে তোপ দেগেছেন তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্য়োপাধ্যায়। অভিষেক বলেছেন, দেশের সবচেয়ে বড় পাপ্পু অমিত শাহ। মূলত চোদ্দ সালে রাহল গান্ধীকে এনামে কটাক্ষ করার লিস্টে সেসময় ছিলেন শাহ। আজ পাল্টা ব্যুমেরাং হয়ে অভিষেকের তোপের মুখে পড়লেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। যদিও তলব শেষে মোটেই ক্লান্ত না হয়ে আরও বাক্যবাণ ছোড়েন তৃণমূলের যুবরাজ। অমিত শাহ-র পাশাপাশি অমিতের পুত্র জয় শাহ-র জাতীয় পতাকা হাতে না নেওয়ার কথাও মনে করান তিনি। বলেন, 'বাড়ির ছেলেকে দেশপ্রেম শেখান।' সুতরাং সবুজ-গেরুয়ার খেলা হবে-র ময়দানে, কার স্লোগানে ফের দাবায় পয়েন্ট তুলবে, তা শুধু সময়ের অপেক্ষা।