নয়াদিল্লি: এ মাসেই পঞ্জাব কিংসের (Punjab Kings) কোচ হিসাবে অনিল কুম্বলের মেয়াদ শেষ হচ্ছে। তাঁকে আর কোচের পদে রাখা হবে না বলে জল্পনা ছিলই। সেইমতোই কুম্বলের বদলে দলের নতুন কোচ বেছে নিল প্রীতি জিন্টার দল। কলকাতা নাইট রাইডার্স তথা সানরাইজার্স হায়দরাবাদ দলের প্রাক্তন কোচ ট্রেভর বেইলিসকেই (Trevor Bayliss) দলের দায়িত্ব দিল পঞ্জাব কিংস।


পঞ্জাবের প্রকাশ করা এক বিবৃতিতে ট্রেভর বলেন, 'পঞ্জাব কিংসের প্রধান কোচের দায়িত্ব নিতে পারা আমার জন্য সৌভাগ্যের। খেতাব জয়ের জন্য মরিয়া একদল প্রতিভাবান খেলোয়াড়দের সঙ্গে কাজ করার জন্য আমি মুখিয়ে রয়েছি।' ফ্রাঞ্চাইজি ক্রিকেট হোক বা আন্তর্জাতিক ক্রিকেট, ট্রেভর বেইলিস যে দলেরই দায়িত্ব নিয়েছেন, সেই দলকেই সাফল্য এনে দিয়েছেন। একাধিক আইপিএল খেতাব জয়ের কৃতিত্বও রয়েছে বেইলিসের সিভিতে।


অতীতে বেইলিসের অধীনেই ২০১২ ও ২০১৪ সালে কলকাতা নাইট রাইডার্স আইপিএল জিতেছিল। ইংল্যান্ডের কোচ হিসাবে ২০১৯ সালের ৫০ ওভারের বিশ্বকাপও জিতেছেন তিনি। এছাড়া সিডনি সিক্সার্সের কোচ হিসাবেও বিগ ব্যাশ লিগ জিতেছেন বেইলিস। এবার পঞ্জাব দলের দায়িত্ব নিলেন তিনি। কুম্বলের অধীনে বিগত তিন আইপিএলে প্লে অফে কোয়ালিফাই করতে পারেনি পঞ্জাব। টানা খারাপ পারফরম্যান্সের জেরেই কুম্বলের চুক্তি শেষ হয়ে যাওয়ার পর, তা আর বাড়াতে আগ্রহ দেখায়নি পঞ্জাব।


এবার অতীতের হতাশা ভুলে ভাগ্য বদলের আশায় তাই অতীতে আইপিএলজয়ী কোচেরই দারস্থ হল পঞ্জাব। কেকেআরকে তাদের প্রথম আইপিএল জিতিয়েছিলেন, পঞ্জাবকেও বেইলিস তাদের প্রথম আইপিএল খেতাব জেতাতে পারেন, সেটাই দেখার বিষয়। তবে শেষবার আইপিএলে সানরাইজার্সের কোচ হিসাবে কিন্তু সাফল্য পাননি বেইলিস। বরং ২০২১ সালের আইপিএল মরসুমে সানরাইজার্স লিগে একেবারে সবার নীচে শেষ করেছিল।


মুম্বইয়ের নতুন কোচ বাউচার


আগেভাগেই দলের নতুন কোচের নাম ঘোষণা করে দিল টুর্নামেন্টের সফলতম দল মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians)। মাহেলা জয়বর্ধনের বদলে প্রধান কোচ হিসাবে পল্টনদের দায়িত্ব নিলেন মার্ক বাউচার (Mark Boucher)। আজ, শুক্রবারই (১৬ সেপ্টেম্বর) মুম্বইয়ের তরফে প্রাক্তন দক্ষিণ আফ্রিকান তারকাকে কোচ হিসাবে নিযুক্ত করার কথা ঘোষণা করা হয়।


এখনও দক্ষিণ আফ্রিকার কোচের পদে রয়েছেন বাউচার। তবে ইংল্যান্ডের বিরুদ্ধে সদ্যই টেস্ট সিরিজ হারের পর, দক্ষিণ আফ্রিকা বোর্ডের তরফে জানানো হয়েছিল আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের পরেই কোচের পদ থেকে সরে দাঁড়াবেন মার্ক বাউচার। বাউচারও জানিয়েছিলেন তিনি নতুন চ্যালেঞ্জ নেওয়ার জন্যই দক্ষিণ আফ্রিকার কোচের পদ থেকে সরে দাঁড়াচ্ছেন। তারপর এক সপ্তাহও কাটেনি। মুম্বই ইন্ডিয়ান্সের কোচ হিসাবে ঘোষণা হয়ে গেল তাঁর নাম। 


ঘোষিত হল প্রথম অনুর্ধ্ব ১৯ মহিলা বিশ্বকাপের সূচি, কবে মাঠে নামবে ভারত?আরও পড়ুন: