কলকাতা: মঙ্গলকোট বিস্ফোরণ মামলার (Mangalkot blast case) জেরে আজই আসানসোলের জেল (Asansol Jail) থেকে অনুব্রতকে (Anubrata Mandal) নিয়ে আসা হচ্ছে কলকাতায়।অনুব্রত গাড়ির পিছনে এবং সামনে দুটি গাড়ি রয়েছে। কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে তাঁকে নিয়ে আসা হচ্ছে। ইতিমধ্যেই তাঁর গাড়ি রাণীগঞ্জ পার করে গিয়েছে। এদিন সকাল ৬ টা ৪০ মিনিট নাগাদ, আসানসোলের বিশেষ সংশোধনাগার থেকে অনুব্রত মণ্ডলকে বের করে আনা হয়। সেখানে আসানসোল পুলিশ কমিশনারেটের তরফে পুলিশ মোতায়েন ছিল।

  


মঙ্গলকোট মামলা কী ? কেন অনুব্রতকে আনা হচ্ছে কলকাতায় ?


 ২০১০ সালে মঙ্গলকোটে বিস্ফোরণ হয়। সেই বিস্ফোরণ আহত হন বেশ কয়েকজন। বিস্ফোরণ মামলার চার্জশিটে নাম রয়েছে অনুব্রত মণ্ডল  ও কেতুগ্রামের তৃণমূল বিধায়ক শেখ শাহনওয়াজের। ২০১০ সালে মঙ্গলকোটের সেই বিস্ফোরণের মামলায় আদালতে চলতি মাসের ১ তারিখে হাজিরা দিয়েছিলেন। আজকে সেই মামলায় রায়দানের সম্ভাবনা রয়েছে। সেই কারণেই তাঁকে এদিন হাজিরা দিতে হচ্ছে। ইতিমধ্যেই তাঁর গাড়ি রাণীগঞ্জ পার করে গিয়েছে। জানা গিয়েছে, দীর্ঘ রাস্তার মাঝে শক্তিগড়ে ৫ মিনিটের জন্য তাঁর গাড়ি দাঁড় করানো হবে।এদিন ঠিক সাড়ে ১০ টা নাগাদ, বিধাননগরে এমপি এমএলএ কোর্টে অনুব্রত মণ্ডলের পৌঁছনোর কথা। সেই জন্য আজ সাতসকালে তাঁকে নিয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা দেওয়া হয়েছে। 


সিবিআই-র স্ক্যানারে অনুব্রত-র বেনামি সম্পত্তি


রাজ্যের একাধিক মামলায় নাম জড়িয়েছে তৃণমূলের হেভিওয়েট অনুব্রত মণ্ডলের। গরুপাচার মামলায় সিবিআই-র হাতে গ্রেফাতার হয়েছেন তিনি। সিবিআই সূত্রে দাবি, অনুব্রতর দেহরক্ষী সায়গল হোসেনের নামে ৪৭টি নথিভুক্ত সম্পত্তি রয়েছে। অনুব্রতর একার নামে ২৪টি, অনুব্রত কন্যা সুকন্যার নামে ২৬টি ও অনুব্রতর স্ত্রী ছবি মণ্ডলের নামে ১২টি জায়গায় নথিভুক্ত সম্পত্তি রয়েছে বলে দাবি সিবিআই সূত্রে। সূত্রের দাবি, অনুব্রত ঘনিষ্ঠ বোলপুর পুরসভার কর্মী বিদ্যুৎবরণ গায়েনের নামে ৩২টি ও বিদ্যুতের স্ত্রী মহুয়ার নামে ২টি জায়গায় সম্পত্তির হদিশ মিলেছে। আরেক অনুব্রত-ঘনিষ্ঠ কমলকান্তি ঘোষ ও তাঁর পরিবারের সদস্যদের নামেও ১৮টি জায়গায় রেজিস্টার্ড সম্পত্তি মিলেছে বলে সিবিআই সূত্রে দাবি।শুধু বীরভূমেই নয়,  এর আগেও বহু বহু সম্পত্তির হদিশ পাওয়ার দাবি করেন সিবিআই গোয়েন্দারা। যদিও পরিবার ও নিজের নামে বেনামি সম্পত্তি থাকার অভিযোগ অস্বীকার করেন অনুব্রত মণ্ডল।


আরও পড়ুন, আর্দ্রতা বেড়ে অস্বস্তি, আজ কখন বৃষ্টি নামবে দক্ষিণ ২৪ পরগনায় ?


'কাঁধে করে গরু নিয়ে পাচার করতেন অনুব্রত'


সম্প্রতি অনুব্রত-কে  নিয়ে সম্প্রতি বিস্ফোরক দাবি করেন বিজেপির আরও এক হেভিওয়েট নেতা অনুপম হাজরা। তিনি বলেন, '৩-৪ কোটি হাজার টাকার মালিক অনুব্রত।  কাঁধে করে গরু নিয়ে পাচার করতেন অনুব্রত, তৃণমূলে সব লোকজন বলত, এমনটাই শুনতাম, বলে জানান বিজেপি নেতা। অনুব্রত-র ইস্যুতে তিনি আরও বলেন, 'যদি সাধারণ মানুষ হিসেবে দেখি, দিনের শেষে আমরা মানুষ। উনি গ্রেফতার হয়েছেন। আস্তে আস্তে আরও অনেক জিনিস খুলবে। আরও রাঘব বোয়ালদের নাম বেরিয়ে আসবে। ততটাই কামাও, যতোটা ভোগ করতে পারবে। উনি এতটাই কামিয়ে ফেলেছেন, মানে আমাদের কাছে এখনও যা কাগজ পত্র জমা পড়েছে, তাতে করে উনি ৩ থেকে ৪ হাজার কোটি টাকার মালিক। এটা একটা রোগ। একটা মানুষের বেঁচে থাকার জন্য কত টাকা লাগে ! উনি যা উপর্জন করেছেন , এরপরের ১০টা জেনারেশন বসে খাবে। যখন আমি তৃণমূলে ছিলাম, তখন আমি শুনতাম, বলতেন , আমার এক ঘর টাকা হবে।'