কলকাতাঃ পার্থ-ঘনিষ্ঠ অর্পিতার (Arpita Mukherjee) ফ্ল্য়াট থেকে বিপুল অর্থের উদ্ধারের পর টুইটে প্রতিক্রিয়া দিলেন ফিল্মমেকার- অভিনেত্রী অপর্ণা সেন (Aparna Sen)। এদিন অপর্ণা সেন বলেন, ' মন্ত্রিসভা থেকে পার্থ চট্টোপাধ্যায়কে সরিয়ে মুখরক্ষার চেষ্টা করছে তৃণমূল। কিন্তু এতে সব ধোয়া যাবে না।'
প্রসঙ্গত, অর্পিতা মুখোাধ্যায়ের বেলঘরিয়ার ফ্ল্যাট থেকে রাত পর্যন্ত উদ্ধার বিপুল পরিমাণ অর্থ। এছাড়াও ৩ কেজি সোনা উদ্ধার হয়েছে। যার বাজারমূল্য কমবেশি ২ কোটি টাকা। ওই নগদ রাখা ছিল ওই ফ্ল্যাটে থাকা বেশ কিছু ওয়াড্রবে। বেলঘরিয়ায় রথতলার ওই আবাসনের ফ্ল্যাটে যে যে ওয়াড্রব ছিল, তার প্রায় প্রতিটিতেই ছিল নগদ থাকা। এর আগে অর্পিতার টালিগঞ্জের ফ্ল্যাট থেকে উদ্ধার হয় ২১ কোটি ৯০ লক্ষ টাকা। তারপর বুধবার পাওয়া যায় আরও টাকা। উদ্ধার হয়েছে একাধিক দলিলও। এবার সেই ইস্যুতেই টুইটে বার্তা দেন অপর্ণা সেন। তিনি বলেন, 'তৎকালীন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) থেকে যে অর্থ উদ্ধার হয়েছে, তা গরীব মানুষের শোষণের মাধ্যমেই এই অর্থ উঠে এসেছে। এটা ভূললে চলবে না। যাদের থেকে এই অর্থ উঠে এসেছে, তাঁদের কল্যাণেই ব্যবহার করা উচিত। মন্ত্রিসভা থেকে পার্থ চট্টোপাধ্যায়কে সরিয়ে মুখরক্ষার চেষ্টা করছে তৃণমূল। কিন্তু এতে সব ধোয়া যাবে না।'
অপরদিকে, সাংবাদিক বৈঠকে বিজেপির দিকে তোপ দাগেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, তৃণমূল যা বলে তাই করে, তৃণমূল তাদের মহাসচিবকে সরিয়েছে। বিজেপি অভিযোগ উঠলেও তাদের নেতাকে সরায় না। কুলদীপ সেঙ্গারের প্রসঙ্গ তুলে তোপ দাগেন অভিষেক। এর পাশাপাশি তাঁর বক্তব্যে উঠে আসে সারদা-প্রসঙ্গও। সম্প্রতি সারদা কর্তা সুদীপ্ত সেন বিজেপি নেতা এবং বিরোধী দলনেতা শুভেন্দু অদিকারীর বিরুদ্ধে অভিযোগ তুলেছেন, বিজেপি তারপরেও কোনও পদক্ষেপ করেনি। সেই প্রসঙ্গ তুলে কটাক্ষ করেন অভিষেক।দলের সমস্ত পদ থেকে অপসারিত পার্থ চট্টোপাধ্যায়।