কলকাতা: ফের একবার নাচের মঞ্চে লড়াই, তবে সঙ্গে প্রচুর নতুন চমক। তবে এবার বিচারকের ভূমিকা থেকে শুরু করে মেন্টর, সবার নামেই ছিল চমক। সম্প্রতি শহরের পাঁচতারা হোটেলে আয়োজন করা হয়েছিল একটি সাংবাদিক সম্মেলনের। সেখানে হাজির ছিলেন 'ডান্স ডান্স জুনিয়র'-এর সঙ্গে যুক্ত কলাকুশলীরা।
'ডান্স ডান্স জুনিয়র'-এর সৌজন্যেই এবার ছোটপর্দায় একসঙ্গে দেব (Dev) আর রুক্মিণী মৈত্র (Rukmini Maitra)। একটি প্রথম সারির চ্যানেলের ডান্স রিয়্যালিটি শো-এর বিচারকের ভূমিকায় দেখা যাবে তাঁদের। এছাড়াও তাঁদের সঙ্গে বিচারক হিসেবে থাকবেন মনামী ঘোষ (Monami Ghosh)।
ফের শুরু হচ্ছে 'ডান্স ডান্স জুনিয়র' (Dance Dance Junior)-এর নতুন সিজন। গত সিজনের মতো এবারেও বিচারকের ভূমিকায় হাজির থাকছেন মনামী ঘোষ ও দেব। তবে বিচারকের আসনে নতুন সংযোজন রুক্মিণী। এই প্রথম কোনও ডান্স রিয়্যালিটি শো-এর বিচারকের ভূমিকায় দেখা যাবে রুক্মিণীকে।
অনুষ্ঠানে ছোটদের মেন্টর বা শিক্ষক শিক্ষিকার ভূমিকায় থাকছেন তৃণা সাহা (Trina Saha), দিপান্বিতা রক্ষিত (Dipannita Rakshit) ও অভিষেক বসু (Abhishek Basu)। এই অনুষ্ঠানে আগের মতোই সঞ্চালক ও সঞ্চালিকার ভূমিকায় থাকছেন লাড্ডু ও উদিতা।
দেব আর রুক্মিণীর জুটি বড়পর্দায় বার বার দর্শকদের মুগ্ধ করেছে। আর এবার ছোটপর্দায় বিচারক হিসেবে তাঁদের বন্ধুত্ব ধরা পড়বে ক্যামেরায়। গোটা ভারত থেকেই এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে এসেছে একঝাঁক খুদে। তাদের মধ্যে থেকেই সেরাদের বেছে নেবেন এই তারকারা।