কলকাতা: গলফ ক্লাব রোডের (Golf Club Road) আটলান্টা ক্লাবের (Atlanta Club) পুজোর বয়স ৮৩ বছর।  এবার দক্ষিণ ভারতের মন্দিরের (South Indian Temple) আদলে তৈরি হয়েছে ১০০ ফুট উঁচু মণ্ডপ। স্থাপত্যে সেরার এবিপি আনন্দ শারদ সম্মান পেল আটলান্টা ক্লাব।


এবারের দুর্গা পুজোয় দক্ষিণ ভারতের মন্দিরের আদলে তৈরি হয়েছে মণ্ডপ। উল্লেখ্য, কিছুদিন আগেই কলকাতায়, সঙ্গে আর বড় টিজারটি হল, ১০০ ফুট উঁচু মণ্ডপ এটি।  এদিন সেরার এবিপি আনন্দ শারদ সম্মানের মুহূর্তে উপস্থিত ছিলেন পন্ডিত অজয় চক্রবর্তী। তিনি এবার ক্লাবের মুখ। তাঁর হাতে পুরষ্কার তুলে দেওয়া হয়। পন্ডিত অজয় চক্রবর্তী বলেন, 'ইশ্বরের আশীর্বাদ , মায়ের আশীর্বাদ। আমি বিশ্বাস করি, কোনও কিছু মানুষের ইচ্ছেয় হয় না। পরিশ্রম এবং সততা, আমরা মনে সবাই যদি একটু এগিয়ে আসে, প্রত্যেকবছরেই সবার আশীর্বাদে এটা সেরার পুরষ্কার পাবে।'


আরও পড়ুন, ভূরিভোজ, পুষ্পাঞ্জলি, সিঁদুরখেলা, কলকাতার পুজো শেষ হলেই শুরু কানাডার এই পুজো


কলকাতায় ইতিমধ্যেই প্যান্ডেলে প্যান্ডেলে ভিড়। দিনভর ঠাকুর দেখা শুরু, যদি কোনও সেরা পুজো বাদ পড়ে যায়, তাই স্কুলের কচিকাচারা কোনও পুজোই বাদ দিতে চান না। তার উপর আবার হাওয়া অফিস জানিয়েছে, পুজোয় এবারও বৃষ্টির আশঙ্কা। মহাষষ্ঠীর দিন বঙ্গোপসাগরে তৈরি হবে ঘূর্ণাবর্ত। তার জেরে সপ্তমী থেকে উপকূলের জেলাগুলিতে বৃষ্টি বাড়বে। দশমী পর্যন্ত বৃষ্টি থামার সম্ভাবনা নেই। জানিয়েছে আবহাওয়া দফতর। সুতরাং পুজো দেখতে পরিবারকে নিয়ে বেরোলে অবশ্যই ছাতা সঙ্গে রাখুন। সাবধানে দেখুন পুজো। তবে পাশাপাশি, কোভিড মুক্ত থাকতে ভিড এড়িয়ে চলুন। স্যানিটাইজার সঙ্গে রাখুন। বাড়ি ফিরে দেরি করে শুলেও আলস্যে মশারি টানাতে ভূলবেন না। পুজোর কদিন যতোটা পারবেন, জাঙ্ক ফুড এড়িয়ে চলুন। শরীরের ইমিউনিটি ঠিক থাকবে। ওয়াদর চেঞ্জের সময় ঠান্ডা লাগবে না। আপনি তাহলে পুরোপুরি কোভিড মুক্ত থাকতে পারবেন 


কলকাতার পুজোর নির্ঘণ্ট দেখুন একনজরে


মহালয়া  ২৫ সেপ্টেম্বর ২০২২ রবিবার


মহাপঞ্চমী  ৩০ সেপ্টেম্বর ২০২২ শুক্রবার


মহাষষ্ঠী ১ অক্টোবর ২০২২ শনিবার


মহাসপ্তমী ২ অক্টোবর ২০২২ রবিবার


মহাঅষ্টমী  ৩ অক্টোবর ২০২২ সোমবার


মহানবমী ৪ অক্টোবর ২০২২ মঙ্গলবার


মহাদশমী  ৫ অক্টোবর ২০২২ বুধবার


কোজাগরী লক্ষ্মী পুজো  ৯ অক্টোবর ২০২২, রবিবার