আবির দত্ত, কলকাতা : বিশ্বকর্মা পুজোয় বরানগরে সোনার গয়না তৈরির দোকানে দুষ্কৃতী তাণ্ডব। দরজা ভেঙে ভিতরে ঢুকে কর্মীদের এলোপাথাড়ি মার। সিসি ক্যামেরায় ভয়ঙ্কর ছবি। বরানগর থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। ১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার জেরে আতঙ্কিত শ্রমিকরা। 

কারখানার ভিতরে চলছিল বিশ্বকর্মা পুজোর প্রস্তুতি। আচমকা গেট ভেঙে হুড়মুড়িয়ে ঢুকে পড়ে জনা কয়েক দুষ্কৃতী। কিছু বুঝে ওঠার আগেই শুরু হয় বেধড়ক মারধর। কারও বুকের উপর উঠে মারা হয় পরপর ঘুষি। কাউকে লাথি। কাউকে লাঠি দিয়ে বেধড়ক মার। বরানগরের মান্নাপাড়ার একটি সোনার গয়না তৈরির দোকানে, দুষ্কৃতী তাণ্ডবের হাড়হিম করা এই ছবি ধরা পড়েছে CCTV ক্য়ামেরায়। আচমকা এভাবে হামলা কেন? তার কারণ স্পষ্ট নয় শ্রমিকদের কাছে। পুজোর দিন কারা চালাল এই হামলা? আক্রান্ত শ্রমিকরা জানিয়েছেন, কী কারণে কারা এভাবে হামলা চালিয়েছে তাঁদের উপর, তার কিছুই তাঁরা জানেন না। 

ভিন জেলা থেকে শ্রমিকরা কাজ করতে আসেন ওই এলাকায়। এই ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়েছে। এই ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে বঙ্গীয় স্বর্ণশিল্পী সমিতি। এই ঘটনায় বরানগর থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগের ভিত্তিতে ১ জনকে গ্রেফতার করা হয়েছে। বাকি অভিযুক্তদের সন্ধানে তল্লাশি চলছে বলে জানিয়েছে বরানগর থানা। 

ট্যাংরার অভিজাত আবাসনে বহিরাগতদের তাণ্ডব 

অভিযোগ, বুধবার মাঝরাতে ট্যাংরার ক্রিস্টোফার রোডের এক অভিজাত আবাসনের সামনে, গেট আটকে চলছিল ফুটবল খেলা। স্থানীয়দের অনেকেই এই খেলায় যোগ দেয় বলে খবর। এমনকি ফুটবল খেলা চালিয়ে যাওয়ার জন্য আবাসনের আলো জ্বালিয়ে রাখতেও বাধ্য করা হয় বলে অভিযোগ। এই গোটা ঘটনায় প্রতিবাদ করায় ভোররাতে গেট টপকে নিরাপত্তারক্ষীদের ধাক্কা মেরে সরিয়ে, আবাসনের ভিতরে ঢুকে আসে প্রায় শ'তিনেক বহিরাগত, এমনই গুউরতর অভিযোগ উঠেছে। লিফটে করে আবাসনের একটি ব্লকের একতলা থেকে দশতলা পর্যন্ত যায় তারা। সেই সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এসছে। অভিযোগ, বহিরাগতর দল একাধিক ফ্ল্যাটের দরজায় লাথি মেরে, ধাক্কা মেরে, তাণ্ডব চালায়। এই ঘটনায় ট্যাংরা থানায় অভিযোগ দায়ের করা হলেও গ্রেফতার হয়নি কেউই। অথচ সিসিটিভি ফুটেজে বহিরাগতদের লিফটে ওঠের ছবি স্পষ্টভাবে ধরা পড়েছে। গোটা ঘটনায় আতঙ্কে ভুগছেন আবাসনের বাসিন্দারা। নিরাপত্তা নিয়েও উঠছে প্রশ্ন। ওই আবাসনের বাসিন্দাদের দাবি, এর আগেও নানাভাবে হেনস্থা করা হয়েছে তাঁদের।