ব্রতদীপ ভট্টাচার্য, কলকাতা: শহর কলকাতায় বাড়ি ভেঙে পড়ে বিপত্তি ফের। এবার বেনিয়াপুকুরের একটি চারতলা বাড়ির সিঁড়ির একাংশ ভেঙে বিপত্তি। তাতে গুরুতর আহত হলেন এক বাসিন্দা। সিঁড়ি ভেঙে পড়ায় আটকে পড়েন বাড়ির তিনতলা এবং চারতলার বাসিন্দারা। ছাদে উঠে তাঁদের উদ্ধার করে দমকল বাহিনী। এই দুর্ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। এই ঘটনায় বাড়ি খালি করে দিয়েছে কলকাতা পুরসভা (Kolkata House Collapse)। সেটি পরিদর্শন করেও দেখা হবে।
বাড়ির সিঁড়ি ভেঙে পড়ায় রাতারাতি ঘরছাড়া ৫৪টি পরিবার
বেনিয়াপুকুরে বাড়ির সিঁড়ি ভেঙে পড়ায় রাতারাতি ঘরছাড়া ৫৪টি পরিবার। গোরাচাঁদ লেনের এই বাড়ির দোতলা থেকে তিনতলা যাওয়ার সিঁড়ির একাংশ রবিবার সকালে আচমকা ভেঙে পড়ে। দুর্ঘটনার সময় সিঁড়ি দিয়ে নামছিলেন বাড়ির বাসিন্দা সামির কুরেশি। পায়ে গুরুতর চোট পেয়েছেন তিনি। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় (Kolkata News)।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এদিন আচমকাই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে বাড়ির একাংশ। সিঁড়ি ভেঙে পড়ায় আটকে পড়েন ওই বাড়ির তিনতলা এবং চারতলার বাসিন্দারা। নীচে নামতে না পেরে তাঁদের মধ্যে ব্য়াপক আতঙ্ক ছড়ায়। তাঁদের উদ্ধার করা নিয়ে ছড়ায় আতঙ্ক। খবর দেওয়া হয় দমকল বিভাগে। এর পর দমকল এসে আটকে পড়া বাসিন্দাদের পাশের বাড়ির ছাদ দিয়ে উদ্ধার করেন।
আরও পড়ুন: Panchayat Elections 2023: ভোট ঘিরে মৃত্যু মিছিল, কোথায় ছিল কেন্দ্রীয় বাহিনী? কমিশনের ঘাড়ে দোষ চাপাল BSF
স্থানীয় সূত্রের খবর, ওই বাড়িটি ভাড়া দেওয়া হয়। সেখানে ভাড়া থাকে সবমিলিয়ে ৫৪টি পরিবার। দুর্ঘটনার পরেই বাড়িটি খালি করে দিয়েছে কলকাতা পুরসভা। ফলে খোলা আকাশের নীচে এসে বসেছেন ভাড়াটে বাসিন্দারা। ওই ভাড়াটেদের অভিযোগ, বাড়ির রক্ষণাবেক্ষণের জন্য় মালিক তাঁদের কাছ থেকে ৫ হাজার টাকা করে নিয়েছেন। কিন্তু আজও বাড়ি মেরামতি হয়নি। সেই কারণেই এই দুর্ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন তাঁরা।
সোমবার বাড়িটি পরিদর্শন করবেন কলকাতা পুরসভার ইঞ্জিনিয়াররা
আচমকা এই দুর্ঘটনার জেরে বিপাকে পড়েছে ওই পরিবারগুলি। আচমকা মাথার উপর থেকে ছাদ চলে গিয়েছে তাদের। কলকাতা পুরসভার ৬০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কাইজার জামিল জানিয়েছেন, সোমবার বাড়িটি পরিদর্শন করবেন কলকাতা পুরসভার ইঞ্জিনিয়াররা। তার পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। কলকাতা পুরসভাকে জানিয়ে আপাতত ঘরছাড়াদের থাকার জন্য় ক্য়াম্পের ব্য়বস্থা করা হবে বলেও জানান কাইজার।