কলকাতা: সিবিআই হেফাজতে (CBI Custody) লালন শেখের মৃত্যুর মামলায় (Lalan Sheikh's Death Case) সিআইডি (CID) তদন্তে অসন্তুষ্ট হাইকোর্ট (Calcutta High Court)। লালনের স্ত্রী গুরুতর অভিযোগ করেছেন। কিন্তু তার বয়ান কেন রেকর্ড করা হয়নি ? সিবিআই অফিসারদের ফোন নাম্বার পেলেন কীভাবে ? এরও তদন্ত হওয়া উচিত ? তদন্ত আরও ভালভাবে হওয়া উচিত বলে মন্তব্য করেছেন বিচারপতি। ডিআইজি-সিআইডির অধীনে তদন্তের নির্দেশ হাইকোর্টের।
সিবিআই অফিসারদের ফোন নাম্বার কে দিল, লালনের স্ত্রীকে প্রশ্ন করেন বিচারপতি। সিবিআই অফিসাররাই ফোন নাম্বার দিয়েছেন বলে, আদালতে জানান লালনের স্ত্রী।এফআইআর কে লিখে দিল, লালনের স্ত্রীকে প্রশ্ন করেন বিচারপতি জয় সেনগুপ্ত। তবে এই প্রশ্নের উত্তরে লালনের স্ত্রী বলেছেন, কে এফআইআর লিখে দিয়েছেন, জানি না।' কে লিখল জানেনইনা ! অচেনা লোককে দিয়ে লিখিয়ে দিলেন ? প্রশ্ন করলেন বিচারপতির। কান্নাকাটি করছিলাম, হাত কাঁপছিল, কেউ সাহায্য করে দেয়, জানিয়েছেন লালনের স্ত্রী।
সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্পের শৌচাগার থেকে হালেই উদ্ধার হয় বগটুুইকাণ্ডে মূল অভিযুক্ত লালন শেখের ঝুলন্ত দেহ। সিবিআই সূত্রে দাবি করা হয়, লালন আত্মঘাতী হয়েছে। অন্যদিকে, সিবিআইয়ের বিরুদ্ধে লালনকে পিটিয়ে মারার অভিযোগ করেছে তার পরিবার। কিন্তু সিবিআই হেফাজতে থাকাকালীন কীভাবে মৃত্য়ু? ওঠে প্রশ্ন। এরপরেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে নোটিস পাঠায় CID। বগটুই গণহত্যাকাণ্ডে CBI-এর তদন্তকারী অফিসারকে পাঠানো হয় নোটিস। জানতে চাওয়া হয়, হেফাজতে থাকাকালীন কীভাবে লালনের মৃত্যু হল। চাওয়া হয়েছে ঘটনার দিন রামপুরহাটের অস্থায়ী ক্যাম্প অফিসের সিসি ক্যামেরার ফুটেজ। ওই দিন ক্যাম্পে কারা কারা ছিল ? লালনের পাহারার দায়িত্বে কে ছিলেন, এ সংক্রান্ত সবকিছু জানতে চাওয়া হয়েছে।
আরও পড়ুন, 'তৃণমূল সর্বভুক, এবার সমবায়টাকেও খেতে হবে', প্রতিক্রিয়া শুভেন্দুর
অপরদিকে, লালনের শ্বশুরবাড়িতে যায় CID-র ৫ সদস্যের টিম। মৃতের স্ত্রী-সহ পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলবেন তদন্তকারীরা। ঘটনার দিন লালনকে গ্রামে আনা হয়েছিল। সেদিন কী কী ঘটেছিল, তা জানতে চান CID-র তদন্তকারীরা। জিজ্ঞাসাবাদ-পর্ব ভিডিওগ্রাফি করা হবে বলে জানানো হয়। এরই মধ্যে আবার রামপুরহাটে সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্প ঘিরে বিক্ষোভ দেখান লালন-ঘনিষ্ঠরা। সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্পে বিক্ষোভ, জাতীয় সড়ক অবরোধ হয়। সিবিআইয়ের একাধিক আধিকারিকের বিরুদ্ধে খুনের অভিযোগে মামলা হয়েছে। 'হেফাজতে লালনের মৃত্যু নিয়ে উত্তর দিতে হবে সিবিআইকে। সিবিআই এত স্মার্ট হলে কীভাবে ঘটল এ ধরনের ঘটনা?' প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী।