নন্দীগ্রাম,পূর্ব মেদিনীপুর : ভেটুরিয়া (Veturia) সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে ফের উত্তাল নন্দীগ্রাম (Nandigram)। নির্বাচনের দিন ফের তৃণমূলকে জোর খোঁচা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) ।


তৃণমূল সর্বভুক, কয়লা খায় ! বালি খায় ! এবার সমবায়টাকেও খেতে হবে : শুভেন্দু


এদিন শুভেন্দু অধিকারী বলেছেন,' সমবায় ভোটে আমরা তো সরাসরি যুক্ত হই না। সমবায়ের অংশীদাররা ভোটার। কিন্তু সব জায়গায় , সমবায় ব্যবস্থাতেও পরিবর্তন আনার জন্য মানুষ ঐক্যবদ্ধ হচ্ছে। আমরা প্রথমবার সমবায় সমিতিগুলিতে লড়ছি। তাতে অনেকগুলি জায়গা আমরা জিততে পেরেছি, অনেকগুলি জায়গায় ভাল লড়াই দিয়েছি। এবং এখানে সাধারণ ভোটাররা ভোটার হয় না, শেয়ারহোল্ডার ভোট হয়। কিন্তু তৃণমূল কংগ্রেস সর্বভুক ! কয়লা খায় ! বালি খায় !... টাকা খায় ! এবার এই সমবায়টাকেও খেতে হবে। খেতে গেলে যা করার, করছে। '


শুভেন্দুর বিধানসভা কেন্দ্রের ভোটেও ঝরল রক্ত


এদিন সমবায় কৃষি উন্নয়ন সমিতির ভোটে শুভেন্দুর বিধানসভা কেন্দ্রে ঝরল রক্ত। সিভিক ভলান্টিয়ারের সামনেই করা হল বাঁশপেটা। পুলিশের সামনেই চলল বাঁশ হাতে দাপাদাপি। সংঘর্ষে আহতকে পাঁজাকোলা করে তুলে নিয়ে যাওয়া হল এলাকা থেকে।পরিস্থিতি এমন জায়গায় পৌঁছল, পুলিশ, RAF থাকতেও নামাতে হল EFR জওয়ান । এই সমবায় সমিতির নির্বাচনকে ঘিরেই শুক্রবার সকাল থেকে দফায় দফায় উত্তেজনা আর সংঘর্ষ দেখলেন এলাকার বাসিন্দারা।  বহিরাগতদের জড়ো করার অভিযোগ তুলে একে অপরকে কাঠগড়ায় তুলেছে বিজেপি আর তৃণমূল। তা নিয়েই যত অশান্তি। আর তা থেকেই সংঘর্ষ। সমবায় ভোটে বহিরাগত জড়ো করার অভিযোগ তুলে পরস্পরকে নিশানা  তৃণমূল ও বিজেপির। 


আরও পড়ুন, দেশে কোভিড সতর্কতা, আজই বৈঠক কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর, মুখ খুললেন দিগ্বিজয়


'বহিরাগত' ইস্যু নিয়ে নিশানা


তমলুক সাংগঠনিক জেলার বিজেপি সদস্য বটকৃষ্ণ দাসের কথায়, সমবায় ভোট নিয়ে গতকাল রাত থেকে তৃণমূল এখানে বহিরাগত জমা করেছে। আমাদের বেশ কিছু কর্মী সমর্থককে বেধড়ক মার করা হয়েছে। লাঠি আগ্নেয়াস্ত্র নিয়ে এসে অ্যাটাক করা হচ্ছে। আমাদের ৫ জন হাসপাতালে ভর্তি।' তমলুক সাংগঠনিক জেলার তৃণমূলকংগ্রেস সভাপতি বলেন, গেরুয়া ব্যাজ আছে। ৭০ থেকে ৮০ জন ঢুকে গেল। বহিরাগত সব। তারা এখানকার ভোটার কেউ নয়। ভিতরে আছে ৫০-৬০ জন। ওদেরকে বের না করা পর্যন্ত ভোট বয়কট থাকবে।