আবির দত্ত, কলকাতা: একাধিক অভিযোগ জমা পড়ায় বন্ধ করা হয়েছে পরিষেবা (Service)। সম্প্রতি তাঁর ফোনে হোয়াটসঅ্যাপ কাজ না করা নিয়ে এমনই জানিয়েছে কর্তৃপক্ষ। চাঞ্চল্যকর অভিযোগ বোলান গঙ্গোপাধ্যায়ের (Bolan Gangopadhyay)। বিভিন্ন বিষয়ে প্রতিবাদ করাতেই কি তাঁকে টার্গেট করা হল? প্রশ্ন সমাজকর্মীর। আইনের দ্বারস্থ হওয়ারও ভাবনা।  


 
প্রতিবাদ করাতেই কি টার্গেটে?


মোবাইলের হোয়াটসঅ্য়াপ পরিষেবা হঠাৎ বন্ধ হয়ে যাওয়া নিয়ে এই প্রশ্নই তুললেন সমাজকর্মী বোলান গঙ্গোপাধ্যায়। সমাজকর্মী বোলান গঙ্গোপাধ্যায়ের বক্তব্য, আমি লেখালেখি করি, কোনও বিষয় নিয়ে কথা বলি বলেই রোষ? টার্গেট হলাম?


মোবাইলের হোয়াটসঅ্যাপ কাজ করছে না


বোলান গঙ্গোপাধ্য়ায়ের দাবি, সম্প্রতি তিনি দেখতে পান, তাঁর মোবাইলের হোয়াটসঅ্যাপ কাজ করছে না। এ নিয়ে অনেক চেষ্টা করেও, লাভ না হওয়ায়, একে একে প্রথমে মোবাইল সংযোগ প্রদানকারী সংস্থা , তারপর মোবাইল ফোন প্রস্তুতকারী সংস্থা এবং শেষে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন। 


চমকে যাওয়ার পালা


তারপরই ছিল চমকে যাওয়ার পালা। বোলান গঙ্গোপাধ্যায়ের দাবি, হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ ইমেল করে জানিয়েছে, তাঁর অ্যাকাউন্ট নিয়ে একাধিক অভিযোগ জমা পড়েছে। সেই কারণে তাঁর হোয়াটসঅ্যাপ পরিষেবা বন্ধ রাখা হয়েছে।


একাধিক ঘটনার প্রতিবাদ করছে দেখা গেছে বোলান গঙ্গোপাধ্যায়কে


সাম্প্রতিক কালে একাধিক ঘটনার প্রতিবাদ করছে দেখা গেছে বোলান গঙ্গোপাধ্যায়কে। বেলেঘাটায় তৃণমূল কাউন্সিলর ও তাঁর বাবার বিরুদ্ধে নাট্য উৎসবে বাধা দেওয়ার অভিযোগের ঘটনাই হোক বা কলকাতা মেডিক্যাল কলেজে পড়ুয়াদের দাবি নিয়ে আন্দোলন নামা থেকে প্রতীকী ছাত্র সংসদের নির্বাচন।


'আমার সঙ্গে আজকে যেটা হল, সেটা মারাত্মক'


মধ্যরাতে করুণাময়ীর রাস্তা থেকে চাকরিপ্রার্থীদের জোর করে তুলে দেওয়ার ঘটনাতেও প্রতিবাদ জানিয়েছিলেন এই সমাজকর্মী। এবার তাঁরই হোয়াটসঅ্যাপ পরিষেবা বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে।


আরও পড়ুন, বেসরকারি হাসপাতালের বিলে নেই তো কারচুপি ? স্বাস্থ্য়সাথীতে এবার কড়া পদক্ষেপ


এবাবে মুখ বন্ধ করা যাবে না


বোলান গঙ্গোপাধ্যায়ের দাবি, আমার সঙ্গে আজকে যেটা হল, সেটা মারাত্মক। কোন দোষে এটা করা হল। কীসের কমপ্লেন, কিছুই জানতে পারলাম না। এবাবে মুখ বন্ধ করা যাবে না। আমাকে দিয়ে শুরু হল, এটা কি একটা বার্তা? ভারতে মানুষের সঙ্গে ৩৬ লক্ষ মানুষের সঙ্গে এটা হয়েছে। এই পরিস্থিতিতে আইনি সাহায্য নেওয়ার কথা জানিয়েছেন সমাজকর্মী বোলান গঙ্গোপাধ্যায়।