নয়াদিল্লি: সংসদ রত্ন অ্য়াওয়ার্ডের (Sansad Ratna Award 2023  ) তালিকায় এবার বাংলার দুই শীর্ষ নেতা। সংসদ রত্ন পুরস্কারের পালক কংগ্রেসের অধীর রঞ্জন চৌধুরী (Adhir Ranjan Chowdhury) এবং বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের (Sukanta Majumdar) মুকুটে। অধীর ও সুকান্ত-সহ আরও ১৩ জন সাংসদকে  সংসদ রত্ন অ্য়াওয়ার্ড ২০২৩ এর জন্য মনোনীত করা হয়েছে।


সংসদ রত্ন অ্য়াওয়ার্ড কী, কে চালু করেছিলেন ?


 প্রসঙ্গত, নাগরিক সমাজের পক্ষ থেকে ২৫ মার্চ নয়া দিল্লিতে একটি অনুষ্ঠানে সাংসদদের পুরষ্কৃত করা হবে। ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি ডক্টর এপিডে আবদুল কালামের পরামর্শেই সেরা সাংসদদের সম্মান জানাতে সংসদ রত্ন অ্য়াওয়ার্ড চালু করা হয়েছিল। তিনি নিজেই ২০১০ সালে চেন্নাইয়ে এই পুরস্কারে প্রথম সংস্করণ চালু করেছিলেন। এই অবধি ৯০ জন সাংসদকে এই পুরস্কারে ভূষিত করা হয়েছে। 


অধীর ও সুকান্তর পাশাপাশি মনোনীত হওয়াদের তালিকায় আরও কারা ?


সংসদ রত্ন অ্য়াওয়ার্ড ২০২৩ এর তালিকায় অধীর রঞ্জন চৌধুরী এবং সুকান্ত মজুমদারের পাশাপাশি মনোনীত হওয়াদের তালিকায় রয়েছেন, ঝাড়খণ্ডের বিজেপি সাংসদ বিদ্যুৎ বরণ মাহাতো, মহারাষ্ট্রের বিজেপি সাংসদ হিনা গাবিত, মহারাষ্ট্রের বজেপি সাংসদ গোপাল চিনায়া শেঠি, মধ্যপ্রদেশের বিজেপি সাংসদ সুধীর গুপ্তা, মহারাষ্ট্রের এনসিপি সাংসদ অমল রামসিং কোলহে, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কংগ্রেস সাংসদ কুলদীপ রাই শর্মা, সিপিএমের রাজ্যসভার সংসদ জন ব্রিটাস, আরজেডির রাজ্যসভার সংসদ মনোজ ঝা, এনসিপি রাজ্যসভার সংসদ ফৌজিয়া তাহসিন আহমেদ খান, সমাজবাদী পার্টির রাজ্যসভার সংসদ বিষম্ভর নিশদ, কংগ্রেসের রাজ্যসভার সংসদ ছায়া ভার্মা।


আরও পড়ুন, মেলেনি বেড, মালদা মেডিক্যালের মেঝেতে ঠাঁই 'পদ্মশ্রী' পুরস্কার জয়ীর !


কোন ভিত্তিতে এই সাংসদদের পুরস্কৃত করা হচ্ছে ?


সিপিএমের রাজ্যসভার সংসদ জন ব্রিটাস, আরজেডির রাজ্যসভার সংসদ  মনোজ ঝা এবং এনসিপি রাজ্যসভার সংসদ ফৌজিয়া তাহসিন আহমেদ খানকে  রাজ্যসভায় তাঁদের পারফরমেন্সের জন্য বর্তমান সদস্য় বিভাগে মনোনীত করা হয়েছে। সমাজবাদী পার্টির রাজ্যসভার সংসদ বিষম্ভর নিশদ এবং কংগ্রেসের রাজ্যসভার সংসদ ছায়া ভার্মা মনোনাত হয়েছেন অসাধরণ পারফরমেন্সের জন্য অবসরপ্রাপ্ত রাজ্যসভা সংসদ বিভাগে।সতেরোতম লোকসভার শুরু থেকে ২০২২ সালের শীতকালীন অধিবেশনের শেষ পর্যন্ত করা প্রশ্ন, ব্যক্তিগত সদস্যের বিল এবং সাংসদদের শুরু হওয়া বিতর্কের ভিত্তিতে এই সাংসদদের পুরস্কৃত করা হচ্ছে। লোকসভা ও রাজ্যসভা সচিবালয় থেকে সাংসদদের কর্মক্ষমতা সম্পর্কে তথ্য সংগ্রহ করে নেওয়া হচ্ছে।