কলকাতা: খোদ ফিরহাদ হাকিমের ওয়ার্ডে এবার 'খুন'! চেতলার ১৭ নম্বর বাসস্ট্যান্ডে  এক ব্যক্তিকে 'খুন' করা হয়েছে বলে অভিযোগ। মদের আসরে বচসা, শাবল ঢুকিয়ে খুনের অভিযোগ। 

Continues below advertisement

আরও পড়ুন, পরপর সরকারি হাসপাতালে নারী নিগ্রহ, নজরদারি থেকে এজেন্সির ভূমিকায়  ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী

Continues below advertisement

নিহত অশোক পাসওয়ান পেশায় সার্ভিস সেন্টারের মেকানিক। রক্তাক্ত অবস্থায় ব্যক্তি প্রায় ১০০ মিটার দৌড়ন, দাবি প্রত্যক্ষদর্শীদের। SSKM-এ নিয়ে গেলে মৃত ঘোষণা চিকিৎসকদের।রাত হলেই এলাকায় মদের আসর বসে অভিযোগ এলাকাবাসীর। চলে বহিরাগতদের আনাগোনা দাবি স্থানীয়দের। প্রতিবাদ করলে মারধর করার অভিযোগ স্থানীয়দের। খুনের অভিযোগে আটক ১, বাকিদের খোঁজে চলছে তল্লাশি।

খাস কলকাতার বুকে খোদ মেয়র ফিরহাদ হাকিমের বাড়ির অদূরে এক ব্যক্তিকে খুনের অভিযোগ উঠল। শনিবার রাত সাড়ে ১১টা নাগাদ চেতলায় ১৭ নম্বর বাসস্ট্যান্ডের কাছে মদের আসরে যোগ দিয়েছিলেন ৪২ বছর বয়সি অশোক পাসওয়ান। সেখানেই ঘটে গেল ভয়ঙ্কর ঘটনা। বচসার জেরে কলকাতা পুরসভার ৮২ নম্বর ওয়ার্ডে অশোক পাসওয়ানের গলায় শাবল ঢুকিয়ে খুনের অভিযোগ উঠল।চেতলার প্রত্যক্ষদর্শী ও বাসিন্দা বলেন, ৪ থেকে ৫ জন ছিল, মদ খাচ্ছিল, বাসের পিছনে, পুরনো আক্রোশ থাকতে পারে, গলায় শাবল ঢুকিয়ে দিয়েছে। মুখ দিয়ে রক্ত বেরোচ্ছিল, পুলিশ হাসপাতালে নিয়ে গেছে কিন্তু বাঁচাতে পারল না। এই ৮২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা রাজ্যের মন্ত্রী ও মেয়র ফিরহাদ হাকিম। সেখানে একাধিক জায়গায় কোনও সিসি ক্যামেরা নেই। এই রকম নৃশংস খুনের পরে একের চাঞ্চল্যকর অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা।  

চেতলার বাসিন্দা বলেন, এই জায়গা পুরো মদের ঠেক, রোজ হয় রাত ১২টার পরে, প্রতিবাদ করলে মারবে, পুলিশ আছে কলকাতায়? মদ খোর, গাঁজা খোর, পাতা খোরদের এখানে পুরো আড্ডা, বাইরে থেকে কিনে নিয়ে এখানে আসছে। পরিবারের দাবি, রক্তাক্ত অবস্থায় এই রাস্তা ধরে ছুটতে ছুটতে এসে বাস্তায় বসে পড়ে সেখানেই জ্ঞান হারান অশোক পাসোয়ান। ভয়াবহ এই দৃশ্য তার পরিবারকে খবর দেন স্থানীয় বাসিন্দারা। তাঁকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা হয়নি।অশোক পাসোয়ানের আত্মীয় বলেন, লোক বলছে তোমার ভাইকে মেরেছে রক্ত বেরোচ্ছে, এসে দেখছি রক্তে ভেসে যাচ্ছে।প্রথমে বুঝতে পারছি না কোথা থেকে রক্ত বোরেচ্ছে, ডাক্তার যখন ওয়াশ করেছে দেখছি মামাকে মেরে ফাটিয়ে দিয়েছে।