হিন্দোল দে, কলকাতা: ভুয়ো IT অভিযানর মাসুল গুণতে হল ! ১ মহিলা কনস্টেবল-সহ ৫ CISF জওয়ান গ্রেফতার। চিনার পার্কের একটি ফ্ল্যাটে ভুয়ো আয়কর অভিযান, টাকা-গয়না নিয়ে উধাও সন্দেহ হওয়ায় বাগুইআটি থানায় অভিযোগ দায়ের অভিযোগকারিণীর। পুলিশের অভিযানের পর, ফরাক্কা-সহ একাধিক জায়গা থেকে ৫জওয়ান গ্রেফতার।
ধৃতদের মধ্যে এক মহিলা CISF জওয়ানের আর জি কর মেডিক্যালের পোস্টিং। 'অভিযোগকারিণীর সঙ্গে সৎমার ঝামেলা, সৎমার পূর্ব পরিচিত CISF জওয়ান'। পুলিশ সূত্রে খবর, পূর্ব পরিচিত CISF জওয়ানকে কাজে লাগিয়ে ভুয়ো আয়কর অভিযানের ছক। ভুয়ো IT অভিযান, ফরাক্কা বাঁধের নিরাপত্তায় থাকা CISF-এর ইন্সপেক্টর অমিত সিংহ গ্রেফতার। সম্পত্তি লুঠ করার উদ্দেশ্যেই ভুয়ো আয়কর অভিযানে CISF-র জওয়ানরা।
ভুয়ো সিবিআই অফিসারদের তল্লাশি অভিযান। আসল সিবিআই-কে মাত। 'স্পেশাল ছাব্বিশ' ছবি দেখে হতবাক হয়ে গেছিল সিনে-প্রেমীরা!কিন্তু এবার বাস্তবে যা দেখা গেল, এককথায় তা নজিরবিহীন! আসল CISF জওয়ানরা চালালেন নকল আয়কর অভিযান!নগদ ৩ লক্ষ টাকা-সহ প্রচুর সোনার গয়না হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠল! এক ইন্সপেক্টর-সহ গ্রেফতার করা হল CISF-এর পাঁচজনকে। মিডলম্যান, ড্রাইভার-সহ পুলিশের জালে পড়লেন সবমিলিয়ে মোট আট জন! সম্প্রতি বাগুইআটি থানায় চিনার পার্কের বাসিন্দা বিনীতা সিং নামে এক মহিলা জানান, তাঁদের বাড়িতে আয়কর অফিসার পরিচয় দিয়ে নগদ ও প্রচুর সোনার গয়না নিয়ে চম্পট দিয়েছে কয়েকজন।
মহিলার অভিযোগ, ঘটনাটি গভীর রাতে ঘটে। হঠাৎই বাড়িতে হানা দেন কয়েকজন। তাঁরা নিজেকে আয়কর অফিসার বলে পরিচয় দেন। সঙ্গে ছিলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা।খোঁজখবর কর হয় তাঁর ঠাকুমার গয়না সম্পর্কে। আলমারি খুলে দিতে বলা হয়। এরপর প্রায় ৩ লক্ষ টাকা নগদ ও প্রচুর সোনার গয়না বাজেয়াপ্ত করে নিয়ে যায় তাঁরা। যাওয়ার সময় সিসিটিভির তার কেটে দিয়ে যায় তারা। আর এখানেই সন্দেহ দানা বাঁধে অভিযোগকারিণীর। তদন্তে নেমে এই ঘটনায় কেন্দ্রীয় বাহিনী CISF-এর ইন্সপেক্টর অমিত কুমার সিং ও CISF-এর চার কনস্টেবল রামু সরোজ,জিতেন্দ্র সাউ, লক্ষ্মী কুমারী এবং থাপা নামে মোট ৫ জনকে গ্রেফতার করে বাগুইআটি থানার পুলিশ। চাঞ্চল্যকরভাবে গ্রেফতার করা হয়, অভিযোকারিণী বিনীতা সিংয়ের সৎ মা, এক মিডলম্যান এবং এক ড্রাইভারকেও।
কিন্তু কীভাবে এই চক্রান্তের পর্দাফাঁস হল? পুলিশ সূত্রে দাবি, অভিযুক্তরা দুটি গাড়িতে আয়কর অফিসারের নাম করে ভুয়ো তল্লাশি অভিযান চালাতে এসেছিল। সেই গাড়ির নম্বর থেকে গাড়ি দুটির হদিশ পায় পুলিশ। সেখান থেকেই প্রথমে গাড়ির চালক ও মিডল ম্যানকে গ্রেফতার করা হয়। ধৃতদের জেরা করে উঠে আসে আসে CISF জওয়ানদের পরিচয়। এর মধ্যে অমিত কুমার সিংয়ের পোস্টিং ছিল ফরাক্কা ব্যারেজে। CISF-এর কনস্টেবল লক্ষ্মী কুমারী কয়েকমাস আগে আর জি কর মেডিক্যালে পোস্টেড ছিলেন। বর্তমানে তিনি পোর্ট এলাকায় কর্মরত।
আরও পড়ুন, মুখ্যমন্ত্রীর 'মৃত্যুকুম্ভ' মন্তব্য নিয়ে ফের আক্রমণ যোগী আদিত্যনাথের