কলকাতাঃ 'বিদ্যা-বুদ্ধি আর ঘরের বউকে কাউকে ধার দিতে নেই',  বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্র একাধিক প্রকল্পের কাজের টাকা থেকে বঞ্চিত রেখেছে রাজ্যকে, তারপরেও কী করে রাজ্য এগিয়ে যাচ্ছে, বোঝাতে গিয়েই এদিন বোঝালেন মুখ্যমন্ত্রী। এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায় বলেন, 'কাজ করে যে, ভূল করে সে। তবে জেনে শুনে ভূল করা নয়, কাজ করতে গিয়ে যদি ভূল করে কেউ, তাহলে সেটা সংশোধন করে নেওয়া যায়', নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে স্টুডেন্ট ক্রেডিট কার্ড বিতরণ কর্মসূচিতে এসে এদিন এমনটাই বললেন মুখ্যমন্ত্রী। 


আরও পড়ুন, 'মুখ খুলুন রাজ্যপাল', মমতাকে নিয়ে দিলীপের বিস্ফোরক মন্তব্যে রাজভবনে ব্রাত্য-কুণালরা


'আমদের ঘরের ছেলেমেয়েরাই হার্ভার্ড  চালায়, কেমব্রিজ চালায়'


এদিন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে স্টুডেন্ট ক্রেডিট কার্ড বিতরণ কর্মসূচিতে এসে মুখ্যমন্ত্রী বলেন,  'আমরা যখন ছোট ছিলাম, কত ছোট ছোট কবিতা পড়তাম, সেগুলি নিয়ে কিন্তু কোনও দিনও প্রশ্ন ওঠেনি। আয় বৃষ্টি ঝেপে, ধান দেব মেপে, এনিয়ে কিন্তু কেউ কোনও প্রশ্ন করেনি। অথবা কাঠবেড়ালি তুমি আমার বন্ধু হবে, কেউ কিন্তু কোনও প্রশ্ন করেনি।' তিনি বলেন, আপনি যখন বাচ্চার জন্য কিছু তৈরি করবেন, তখন আপনাকে বাচ্চার মনটাকে বুঝতে হবে। তবেই কিন্তু আপনি বাচ্চাকে বাচ্চার মতো শিক্ষা দিতে পারবেন। যখন আপনি কোনও ছাত্র ছাত্রীকে পড়াবেন, তাঁদের মনের কথা বুঝতে হবে। আবার আপনি যখন বৃদ্ধাশ্রমে কাজ করবেন, তখন  বয়ষ্ক মানুষ গুলি কী চাইছেন, একটু আন্তরিকতার সঙ্গে বুঝতে হবে। কিন্তু কেউ কেউ আছে, পুরোটা না দেখেই হঠাৎ চিৎকার করতে শুরু করল। একেবারে 'হরেকরকম্বার' মতো।' এদিন তিনি আরও বলেন, আমরা মাঝে মাঝে ভাবি, কেমব্রিজে পড়তে যাবো। কিন্তু আমদের ঘরের ছেলেমেয়েরাই হার্ভার্ড  চালায়, কেমব্রিজ চালায়, এটচা কখনও ভেবে দেখেছি।' 


'বিদ্যা-বুদ্ধি আর ঘরের বউকে কাউকে ধার দিতে নেই'


এদিন কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগ এনে মুখ্যমন্ত্রী বলেন,  'একটা জিনিসে আমাদের দুঃখ্য হচ্ছে যেটা, ১০০ দিনের কাজের টাকা ৬ মাসের উপরে বন্ধ করে দেওয়া হয়েছে। সেন্ট্রাল গভমেন্ট থেকে ইউজিসির টাকাও অনেক জায়গায় বন্ধ করে দেওয়া হয়েছে। পিএইচডি করতে আগে ছেলে মেয়েরা যেটা পেত, সেটাও ওরা দেয় না। কেন্দ্র একাধিক প্রকল্পে টাকা না দিলেও বুদ্ধি করে রাজ্য সরকার সেগুলি চালিয়ে যাচ্ছে।' আর এরপরেই মুখ্যমন্ত্রী বলেন, 'বিদ্যা-বুদ্ধি আর ঘরের বউকে কাউকে ধার দিতে নেই।'  এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'আমাদের ইতিমধ্যেই রাজ্যে ৩০ হাজার চাকরি তৈরি হয়ে আছে। স্কিল ট্রেনিং যারা নিয়েছেন, তাঁদের হাতে তুলে দেব। যত ইন্ডাস্ট্রি হবে, তত কর্মস্থান বাড়বে।'