কলকাতা: রাজ্যে (West Bengal) একদিনে করোনা আক্রান্ত (Corona) এবার ৩ হাজার ছুঁইছুঁই! রাজ্যে একদিনে করোনায় ২ হাজার ৮৮৯জন সংক্রমিত। রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রন্ত হয়ে প্রাণ হারিয়েছেন ২ জন। পরিসংখ্যান অনুযায়ী রাজ্যে দৈনিক সংক্রমণের শীর্ষে রয়েছে কলকাতা, তারপরেই উত্তর ২৪ পরগনা। কলকাতায় (Kolkata) একদিনে করোনায় ৮৩৪জন আক্রান্ত । উত্তর ২৪ পরগনায় (North 24 Pargana) একদিনে করোনায় ৮১৯জন আক্রান্ত হয়েছেন।
[tw]
দেশে করোনা সংক্রমণ: করোনার সংক্রমণ, প্রায় সামলে উঠছিল দেশ। তবে ফের লাগামছাড়া সংক্রমণ, উদ্বেগ শুধু রাজ্যে নয়, দেশজুড়েই। বৃহস্পতিবার দেশে ১৪ শতাংশ বাড়ল করোনা (Coronavirus) সংক্রমণ। আক্রান্তের সংখ্যা ১৯ হাজার ছুঁইছুঁই। দেশে (India) ফের বাড়ল দৈনিক মৃত্যুর সংখ্যাও। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের (Ministry of Health) বৃহস্পতিবারের প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ৯৩০ জন। গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ১৬ হাজার ১৫৯।
গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৩৫ জনের। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ২৮। এখনও পর্যন্ত দেশে করোনায় মৃত্যু হয়েছে ৫ লক্ষ ২৫ হাজার ৩০৫ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৪ কোটি ৩৫ লক্ষ ৬৬ হাজার ৭৩৯। এর পাশাপাশি, দেশে ফের লাফিয়ে বাড়ছে অ্যাক্টিভ কেসের সংখ্যা। মোট সক্রিয় রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১ লক্ষ ১৯ হাজার ৪৫৭।