কলকাতাঃ জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রীর (Former Japanese Prime Minister ShinzoAbe) মৃত্যুতে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) এদিন টুইট করে জানিয়েছেন, 'জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী  শিনজো আবের মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত।' 


আরও পড়ুন, দোষীদের ফাঁসি হোক : ক্যানিংকাণ্ডে নিহতদের পরিবারের কাছে কাকুলি-সওকতরা


'শুধু ভারত নয়, বাংলার সঙ্গেও জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রীর বিশেষ সংযোগ ছিল'-মমতা 






প্রসঙ্গত, জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রীর হত্যাকাণ্ডের পর গতকালই টুইটে  শিনজোআবের মৃত্যুতে শোক প্রকাশ করে টুইট করেছেন প্রধানমন্ত্রী মোদি। মোদির সঙ্গে  শিনজোআবে ছবিও টুইটারে আপলোড করেছেন প্রধানমন্ত্রী। আর তার পরে কেটে গিয়েছে প্রায় ১৫ ঘন্টা। এরপর এদিন দুপুরেই জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রীর মৃত্যুতে শোকপ্রকাশ করে 'বাংলার সঙ্গেও তার বিশেষ সংযোগ ছিল' বলে উল্লেখ করেন। মুখ্যমন্ত্রীর টুুইট করে বলেছেন, 'জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী  শিনজোআবের মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। তাঁর নৃশংস হত্যাকাণ্ড আমাদের জন্য সীমাহীন ব্যথা বয়ে এনেছে। প্রাক্তন প্রধানমন্ত্রী  শিনজোআবে শুধুই ভারত এবং জাপানের মধ্যের সম্পর্ককেই দৃঢ় করেননি, বাংলার সঙ্গেও তার বিশেষ সংযোগ ছিল।' মহান ব্যাক্তিত্বের আত্মার শান্তি কামনা করে এদিন টুইট করেন রাজ্যের মুখ্যমন্ত্রী।


জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রীর মৃত্যুতে দেশজুড়ে রাষ্ট্রীয় শোক


প্রসঙ্গত, শুক্রবার সকালে জাপানে নারা শহরে বক্তব্য রাখার সময় আচমকাই গুলি করা হয় জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রীকে। সূত্র মারফত খবর, পিছন থেকে গুলি করা হয়েছে তাঁকে। প্রত্যক্ষদর্শীরা বলেছেন, গুলির শব্দ শোনা যায়। তারপরেই দেখা যায় লুটিয়ে পড়েছেন শিনজো আবে। সূত্রের খবর, সেইসময় পালমোনারি কার্ডিয়াক অ্যারেস্টও হয়েছিল তাঁর। রক্তাক্ত অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে শেষ রক্ষা হয়নি।নারা এলাকায় কাশিহারা শহরের একটি হাসপাতালে মৃত ঘোষণা করা হয় জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রীকে। ইতিমধ্যেই জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবের প্রতি গভীর শ্রদ্ধা প্রকাশ করে একাধিক টুইট করেছেন । ৯ জুলাই জাতীয় শোকপ্রকাশ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। সেই মতোই এদিন জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রীর  মৃত্যুতে দেশজুড়ে রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে।