বার্মিংহ্য়াম: আজ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে খেলতে নামবে ভারত-ইংল্য়ান্ড। প্রথম ম্যাচে দুর্দান্ত জয় এসেছিল টিম রোহিতের। তিন ম্য়াচের সিরিজের আজকের ম্যাচ জিতলেই সিরিজ পকেটে পুরে নেবে ভারতীয় দল। প্রথম ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথমে ব্যাট হাতে ১৯৮ রান করার পর, মাত্র ১৪৮ রানেই জস বাটলারদের (Jos Buttler) রুখে দেয় ভারতীয় দল। আজ আরও শক্তিশালী হয়ে ফিরছে দল। এদিনের ম্যাচে দলে ফেরার কথা বিরাট কোহলির।


আজকের ম্যাচ


আজা টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে ভারত-ইংল্যান্ড


কোথায় হবে টি-টোয়েন্টি ম্যাচটি?









কখন শুরু হবে খেলা?


ভারতীয় সময় অনুসারে ভারত-ইংল্য়ান্ড এই টি-টোয়েন্টি ম্য়াচটি শুরু হবে সন্ধে ৭.৩০টায়, টস সন্ধে ৭ টায়


কোন চ্যানেলে দেখা যাবে এই ম্যাচটি?


এই খেলাটি দেখা যাবে সোনি স্পোর্টস নেটওয়ার্কে


অনলাইনে কোথায় দেখা যাবে ম্যাচ?


অনলাইনে সোনি লিভ ও জিও টিভিতে এই ম্যাচ দেখা যাবে


আগের ম্যাচে ব্যাটে-বলে সবেতেই বাজিমাত করেছে রোহিত বাহিনী। তাই উইনিং কম্বিনেশন ভাঙার কোনও সম্ভাবনাই নেই। ভারতীয় দলের জন্য সবচেয়ে ভাল খবর, হার্দিক পাণ্ড্যর দুর্দান্ত অলরাউন্ড পারফরম্যান্স স্বস্তি দেবে ভারতীয় টিম ম্যানেজমেন্টকে। টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডে হার্দিকের থাকা নিশ্চিত। কিন্তু তিনি বল করতে পারবেন কি না তা নিয়ে প্রশ্ন উঠেছিল। তবে আগের ম্যাচে নিজের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথম অর্ধশতরানের সঙ্গে সঙ্গে বল হাতেও ৪ উইকেট তুলে নিয়েছিলেন। এছাড়া আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে নেতা হিসেবে সিরিজ জিতেছেন। 


রোহিতের প্রশংসা


হার্দিকের পাফরম্যান্সে বেজায় খুশি রোহিত শর্মাও। ভারত অধিনায়ক বলেন, ''আইপিএল থেকে হার্দিক যেভাবে নিজের খেলার মান উন্নত করেছে, তা প্রশংসনীয়। তবে আমাকে ওর যে বিষয়টা বেশি প্রভাবিত করেছে, সেটা হল ওর বোলিং। ও দ্রুত গতিতে বল করেছে এবং বলে বিভিন্ন পরিবর্তন ঘটিয়ে সাফল্যও পেয়েছে। তবে হ্যাঁ, ওর ব্যাটিংটাও ভুলে যাওয়ার জো নেই।''