সঞ্চয়ন মিত্র,কলকাতা: শনিবার বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরীর সম্ভাবনা ( Cyclone)। দক্ষিণ আন্দামানসাগরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত।  পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে (Bay of Bengal) এই ঘূর্ণিঝড় বাইশে অক্টোবর তৈরি হতে পারে বলে আবহাওয়া দপ্তর সূত্রে খবর (Weather Office)।


আবহাওয়া দপ্তর  জানিয়েছে, দক্ষিণ আন্দামানসাগরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। বৃহস্পতিবার এর প্রভাবে দক্ষিণ-পূর্ব ও পূর্ব মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির সম্ভাবনা। নিম্নচাপটি পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগিয়ে পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে সুস্পষ্ট নিম্নচাপ রূপে অবস্থান করবে শুক্রবার। সেখানেই ঘূর্ণিঝড় তৈরির প্রবল সম্ভাবনা কথা জানাচ্ছে মৌসম ভবন। তবে এই ঘূর্ণিঝড় থেকে সুপার সাইক্লোন হওয়ার সম্ভাবনা নেই বলে গতকাল আলিপুরে জানিয়েছেন, আবহাওয়া দপ্তরের ডিরেক্টর জেনারেল মৃত্যুঞ্জয় মহাপাত্র।


 আজ উত্তরবঙ্গের জেলার তাপমাত্রা কেমন ?


দার্জিলিঙে সর্বোচ্চ তাপমাত্রা ২১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াস।
কালিম্পঙে সর্বোচ্চ তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াস।
 কোচবিহার জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ২৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াস। 
 জলপাইগুড়িতে সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২১ ডিগ্রি সেলসিয়াস।
আলিপুরদুয়ারে  সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২১ ডিগ্রি সেলসিয়াস।  


 আজ দক্ষিণবঙ্গের জেলার তাপমাত্রা কেমন ?


বাঁকুড়ায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৩ ডিগ্রি সেলসিয়াস।
বর্ধমানে সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৩ ডিগ্রি সেলসিয়াস।
মেদিনীপুরে সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াস।
পুরুলিয়াতে সর্বোচ্চ তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২২ ডিগ্রি সেলসিয়াস।
 নদিয়ায় সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াস।


আরও পড়ুন, 'হকের চাকরি পাওয়ার অধিকার সবার', দাবি দিলীপ-সুজনের, পাল্টা কুণাল


প্রসঙ্গত, রাজ্যে দুর্গা পুজো শেষ। সেই সঙ্গে বৃষ্টিও বাক্স প্যাটরা গুছিয়েছে। এই ভেবে সবে শীতের আগে কম্বল, সোয়েটার বার করে ছাদে রোদ দেওয়া শুরু করেছে। তার উপর দুর্গাদুর্গাপুজো" data-type="interlinkingkeywords">পুজোর একনাগাড়ে বৃষ্টি থামাতে পারেনি দশর্কের স্রোত। ভিজে রাত জেগে ঠাকুর দেখেছে অনেকেই। তবে এবার স্বস্তির নিশ্বাস নিচ্ছিল সবাই। ভোরে মফস্বলে হালকা হিমেল পরশ। শীতের খবর বয়ে আনবে আবে যখন করছে, তখনই ঘূর্ণিঝড় নিয়ে খবর দিল হাওয়া অফিস।