কলকাতা: আজ টিএমসিপি-র প্রতিষ্ঠাতা দিবসে ইতিমধ্যেই উপস্থিত তৃণমূলের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। উপস্থিত হয়েছেন ফিরহাদ হাকিম-সহ তৃণমূলের শীর্ষ নের্তৃত্ব। মূলত একুশে জুলাইয়ের পরেই আজ বড় সমাবেশ তৃণমূলের। আর স্টেজে এহেন মুহূর্তেই পারদ চড়ালেন দেবাংশু ভট্টাচার্য (Debanghu Bhattacharya)।
'তালে তালে-তালি, বিজেপি হবে খালি', তৃণমূলের সমাবেশে কটাক্ষ দেবাংশু ভট্টাচার্য
এদিন তৃণমূলের সমাবেশে দেবাংশু খেলা হবে স্লোগানের কথা মনে করিয়ে, নয়া সংযোজন সামনে রেখে বলেন, একটা সূত্র আছে। তালে তালে, তালি। বিজেপি হবে খালি। তো সেই তালে তালে , আপনাদের এখান থেকে কিন্তু ভীষণ রকমভাবে দরকার। গলার জোর কই হবে তো ? ওপারে অডিয়েন্স থেকে ওঠে, 'হ্যাঁ' বলে ঢেউ। এরপরেই তিনি বলেন, বাইরে থেকে বর্গী এল, চটির হাওয়ায় ভেসে গেল, দিল্লি এবার আসছি তবে, বন্ধু এবার খেলা হবে ! ' 'আরও জোরে আওয়াজ চাই', দিল্লি অবধি আওয়াজ পৌঁছতে হবে বলে তোপ দাগেন তিনি। লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে স্বাস্থ্য সাথী প্রত্যেকটি সরকারি প্রকল্পের কথা বলে 'আবার তো সেই খেলাই হবে' বলে একুশের বিপুল জয়ের কথা মনে করান তিনি।
আরও পড়ুন, কত চাকরি হয়েছে ? কত বাকি ? পরিসংখ্যান চেয়ে বামেদের নিশানা মমতার
মূলত বাইশ সালে এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় জেরবার শাসকদল। একের পর এক তৃণমূলের হেভিওয়েটদের নাম জড়িয়েছে। সেই তালিকায় রয়েছেন বর্তমান শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী থেকে প্রাক্তন শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। বিশেষ করে কম নম্বর পেয়েও কী করে চাকরি পেলেন পরেশ কন্যা, প্রশ্ন তুলে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন ববিতা সরকার। ইতিমধ্য়েই হাইকোর্টে বিচারপতির নির্দেশে মন্ত্রী কন্যাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। এখানেই শেষ নয় শুধু মন্ত্রী কন্যা নয়, পরেশের পরিবারের আরও একাধিক জনের এসএসসি-তে চাকরি হওয়া নিয়ে চাঞল্যকর তথ্যও প্রকাশ্যে আসে। একদিকে চাকরির দাবিতে দিনের পর দিন আন্দোলন চালিয়েছে পাশ করা শিক্ষার্থীরা। আর তারমাঝেই এহেন বিস্ফোরক তথ্য এসে কার্যত উদ্বেগ বাড়িয়েছে শাসকদলের। বিশেষ করে এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ গ্রেফতারের পর 'চোর' স্লোগানে উত্তাল রাজ্য। সরব বাম-বিজেপি। আর এদিন একুশে জুলাইয়ের সভার পর আজ ২৯ অগাস্ট মেয়ো রোডের সমাবেশে ফের প্রশ্নের কাঠগড়ায় বিরোধীদের দাঁড় করাল তৃণমূল।