কলকাতা: আজ একুশে জুলাইয়ের পর বড় সমাবেশ তৃণমূল কংগ্রেসের। এদিন তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে মেয়োরোডে প্রস্তুতি তুঙ্গে। এই সমাবেশ উপস্থিত থাকবেন তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সর্বভারতীয় সহ সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee and Abhishek Banerjee)। আর তৃণমূলের এহেন বড় সমাবেশের দিনেই আক্রমণ বিজেপির সর্ব ভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষের (Dilip Ghosh)। তবে চুপ বসে নেই সৌগত। পাল্টা দিলেন তিনিও।


মানুষকে বোকা বানানোর চেষ্টা, কংগ্রেসের মতোই শেষ হবে তৃণমূল: দিলীপ ঘোষ


এদিন দিলীপ ঘোষ বলেন, 'নতুন টিএমসি এবং পুরোনো টিএমসি এক হয়ে যাচ্ছে কিনা জানি না। এই যে ফান্ডা শুরু করা হয়েছে, মানুষকে বোকা বানানোর চেষ্টা। সাধারণ মানুষ বুঝতে পেরেছে, তাই এই নিয়ে চিন্তা নেই। ১ টি পরিবারকে বাঁচানোর চেষ্টা, নেতাকে বাঁচাতে হবে', বলে এদিন পরিবারতন্ত্রের অভিযোগ তোলেন তিনি। পাশাপাশি তিনি আরও বলেন,' কংগ্রেসের মতোই শেষ হবে তৃণমূল। তৃণমূলের শেষের দিকে যাত্রা শুরু হয়েছে', বলে কটাক্ষ করেন এদিন তিনি।


আরও পড়ুন, একসময় সিনেমা প্রযোজনাও করেছিলেন এসএসসি দুর্নীতি মামলায় ধৃত প্রসন্নকুমার


একে উনি অশিক্ষিত, দুই অপসারিত সভাপতি: সৌগত রায়


অপরদিকে দিলীপের এই মন্তব্যের পরেই এদিন সৌগত রায় বলেন, 'আমি বারবারই বলেছি যে, দিলীপ ঘোষের বক্তব্যের কোনও গুরুত্ব নেই। একে উনি অশিক্ষিত, দুই অপসারিত সভাপতি। রোজ রোজ কেনই বা ওনার বক্তব্য প্রচার হবে, কেনই বা উত্তর দিতে হবে ? আজকে তৃণমূল ছাত্র পরিষদ প্রতিষ্ঠা দিবস উজ্জাপন করছে। হাজার হাজার ছাত্র ছাত্রী বিভিন্ন জায়গা থেকে আসবে। তাঁদেরকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় দিশা দেখাবেন। দিলীপ ঘোষদের কোনও বড় সমাবেশ করার ক্ষমতা নেই। তাই সংবাদমাধ্যমে কটাক্ষ করেই উনি ওনার কাজ সারছেন। ছাত্রসমাজ দিলীপ ঘোষের এই বক্তব্যকে প্রত্যাক্ষান করছে।'


 কয়েকটা বাঁদর আছে বিজেপি করে: সৌগত রায়


তবে সম্প্রতি এই ইস্যু বলেই নয়, একাধিক সভায় সৌগত রায়ের বিস্ফোরক মন্তব্য প্রকাশ্যে এসেছে। তার নিশানায় এসেছেন দিলীপ-সুকান্তরা। মূলত সম্প্রতি সৌগত রায় বলেন, 'কয়েকটা বাঁদর আছে বিজেপি করে। দিলীপ ঘোষ আর সুকান্ত মজুমদার কী নাম । আগে  দিলীপ ঘোষ অশিক্ষিত ছিলেন। ক্লাস এইট পাশ, ফিটার মিস্ত্রি।  আমি ভাবতাম যে ও যা ইচ্ছে তাই বলুক।  কিন্তু এখন দেখছি, সুকান্ত মজুমদার ! সে বটানির অধ্যাপক হয়েও, সে সমান উগ্র কথা বলছে।' এখানেই শেষ নয় সম্প্রকি কামারহাটির একটি সভাতেও বিস্ফোরক মন্তব্য শোনা গিয়েছে সৌগত রায়ের মুখে। উত্তর ২৪ পরগনার কামারহাটির সভা থেকে সৌগত রায় হুমকি দিয়ে বলেছিলেন,  তৃণমূলের সমালোচকদের গায়ের চামড়া দিয়ে পায়ের জুতো তৈরি হবে। তৃণমূলের সব চোর বলে মিছিল করলে পার্টি অফিসে ঢুকে যেতে হবে।'