কলকাতাঃ   পার্থ-অর্পিতাকাণ্ডের পর এবার অনুব্রত-র (Anubrata Mandal) কাছ থেকে প্রায় ১৭ কোটি ফিক্সড ডিপোজিট (Fixed Deposit)বাজেয়াপ্ত করেছে সিবিআই (CBI) । এই ইস্যুতে এবার প্রতিক্রিয়া দিলেন তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য (Debangshu Bhattacharya)। 


তিনি এদিন বলেন, 'সূত্রের কোনও খবরে আমি কোনও মন্তব্য করতে পারবো না। তাঁদের কত কোম্পানি রয়েছে, সেগুলি যতক্ষণ না সামনে প্রকাশ্যে আসবে, ওই ভিতরের খবরের উপরে আমরা কিছু বলতে রাজি নই। তবে এই টুকু বলতে পারি, যদি ফিক্স ডিপোজিট কিছু থেকে থাকে, এতটাকা তিনি সেটা প্রকাশ্যে রেখেছিলেন, ব্যাঙ্কিং সিস্টেমের মধ্যে রেখেছিলেন। আর সেই সিস্টেমের মধ্য়ে রেখে থাকেন, আয়কর দফতর তো সেটা এতদিন ধরে দেখেছে চোখের সামনে। আয়কর দফতর তো রাজ্য সরকারের নয়। এখন বিষয়টা হচ্ছে, নিশ্চয়ই তার ব্যবসা ধীরে ধীরে শ্রীবৃদ্ধি হয়েছে। সেই জন্য আয়কর এতদিন কিছু করেননি। সেটা সিবিআই-কে ভাঙতে হল, ইনকাম ট্য়াক্স কী করছিল ? আমার বক্তব্যের জায়গা হচ্ছে এগুলি বলে কোনও লাভ নেই। তদন্ত করুন কিছু যদি একটা প্রমাণ সহ বেরিয়ে আসে, তারপরে আমরা দলের তরফ থেকে যা জানানোর জানাবো।' যদিও এত টাকার উৎস কী ? প্রশ্নের উত্তরে তিনি এই ইস্যুতে বলেন, জমিদার পরিবারের ছেলে ছিলেন' অনুব্রত।


উল্লেখ্য, পার্থ-অর্পিতার পর এবার অনুব্রতর  অ্যাকাউন্টেও মিলেছে কোটি কোটি টাকা। অনুব্রতর কাছ থেকে প্রায় ১৭ কোটি বাজেয়াপ্ত করেছে সিবিআই।  প্রায় ১৬ কোটি ৯৭ লক্ষ টাকার ফিক্সড ডিপোজিট বাজেয়াপ্ত করা হয়েছে। অনুব্রত-সহ ঘনিষ্ঠদের অ্যাকাউন্টে কোটি কোটি টাকার হদিশ। প্রসঙ্গত, গত কয়েকদিন আগেই পার্থ ঘনিষ্ঠ অর্পিতার ফ্ল্যাট থেকে কোটি কোটি টাকা উদ্ধার হয়েছে। টালিগঞ্জ, বেলঘড়িয়া দফায় দফায় দুটি ফ্ল্যাট থেকে বিপুল নগদ টাকা, সম্পত্তি, কোম্পানি সহ একাধিক নথি উদ্ধার করেছে ইডি। 'টাকা আমার নয়', বলে ইতিমধ্য়েই জানিয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। আর সেই ঘটনার পর সামনে এল অনুব্রত-র টাকা বাজেয়াপ্তকাণ্ড। 


আরও পড়ুন,'তৃণমূলের নেতারা চোর, সাদা খাতায় মজা বেশি', অনুব্রত-র ১৭ কোটি বাজেয়াপ্ত কাণ্ডে বিস্ফোরক সুজন 


এদিকে ইতিমধ্য়েই অনুব্রতকে গ্রেফতারের ইস্যু নিয়ে প্রশ্ন তুলেছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছিলেন, 'অনুব্রতকে গ্রেফতার করলেন কেন ? কী করেছিল কেষ্ট ? কেষ্টকে জেলে আটকালে কী হবে ? ওদের এজেন্সির কিছু লোক রয়েছে, তাঁদের টাকা দিয়ে পোষে। মাঝরাতে কেন সিবিআই বাড়িতে ঢুকছে ? কেষ্টর বাড়িতে তাণ্ডব চালিয়েছে সিবিআই।' আর মমতার এই প্রতিক্রিয়ার পরেই, 'আত্মবিশ্বাস বৃদ্ধি পেয়েছে' অনুব্রত-র, দাবি আইনজীবীর। অনুব্রত-র আইনজীবী জানিয়েছেন, 'দলনেত্রী ওনাকে সাপোর্ট করেছেন। তাতে ওনার আত্মবিশ্বাস বৃদ্ধি পেয়েছে। এবং উনি বলেছেন, জানতাম দিদি পাশে থাকবেন। উনি জানেন আমি নির্দোষ। এই ঘটনার সঙ্গে আমার কোনওভাবে যোগসূত্র নেই।আইনজীবী আরও বলেন, 'সবাই জানেন, উনি শারীরিকভাবে অসুস্থ। সেই অবস্থাতেই একটা আত্মবিশ্বাস ওনার মধ্যে অবশ্যই এসেছে।'