কলকাতাঃ 'কোটি কোটি টাকা ও দামি গাড়ি নিয়েও টেন্ডার দেননি অনুব্রত', ইতিমধ্যেই বিস্ফোরক দাবি করেছেন ব্যবসায়ী। মূলত গতকাল অনুব্রত গড়ে রাইসমিলে (Bolpur RIce Mill) অভিযান চালান সিবিআই (CBI) আধিকারিকরা। আর রাইসমিলে হানা দিতে বেরিয়ে পড়ল একের পর এক বিলাসবহুল গাড়ি। আর সেই যোগ সূত্রে বেরিয়ে পড়ে এই চাঞ্চল্যকর তথ্য। আর এবার এই প্রসঙ্গেই কটাক্ষ করলেন বিজেপির সর্ব ভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)।


আপনি কি এই রাজ্যের বাসিন্দা ? আপনি কি সরকারি টেন্ডার পেয়ে ব্যবসার কথা ভাবছেন ? দিলীপ ঘোষ


দিলীপ ঘোষ ফেসবুক পোস্টে প্রশ্ন তুলে বলেছেন, 'আপনি কি এই রাজ্যের বাসিন্দা ? আপনি কি সরকারি টেন্ডার পেয়ে ব্যবসার কথা ভাবছেন ? তাহলে জেনে রাখুন , বৈধভাবে টেন্ডারের আপনি তো পাবেন না। এমনকি শাসকদলের নেতাদের কোটি কোটি টাকা, দামি গাড়ি উপহার দিয়েও পাবেন কিনা ঠিক নেই ! আপনাকে প্রাণের ভয় দেখানো হতে পারে। গাঁজার কেসও দেওয়া হতে পারে। তৃণমূলের দুর্নীতির মুকুটে আরও একটি পালক জুড়ল, বলে কটাক্ষ বিজেপির সর্ব ভারতীয় সহ সভাপতির। প্রসঙ্গত, বোলপুরের ভোলে ব্যোম রাইস মিলের গ্যারাজে অনুব্রত মন্ডলের ব্যবহৃত একাধিক গাড়ি। ফোর্ড এন্ডেভার গাড়িটি প্রবীর মণ্ডলের নামে রয়েছে। অনুব্রতর  বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ এনে প্রবীর মণ্ডল বলেন, ‘ঠিকাদারির টেন্ডার পেতে ৪৬ লক্ষ টাকার গাড়ি দিয়েছিলাম অনুব্রতকে। নগদ ৫ কোটি টাকাও দিয়েছিলাম। টেন্ডার না পেয়ে টাকা ফেরত চাইলে হুমকি দেন অনুব্রত। অনুব্রত হুমকি দিয়ে বলেছিলেন, গাঁজা কেস দিয়ে দেব। গাড়িতে চাপবি, নাকি প্রাণে বাঁচবি?’, অভিযোগ প্রবীরের।


আরও পড়ুন,'কেষ্টকাকুই আমার মুখ্যমন্ত্রী', অনুব্রত-অনুপমের ফেলে আসা দিনের কথায় কুণাল ঘোষ


অনুব্রত গড়ে রাইসমিলে একাধিক এসইউভি


মূলত বৃষ্টি মাথায় করেই গতকাল অনুব্রত গড়ে রাইসমিলে অভিযান চালান সিবিআই আধিকারিকরা। আর রাইসমিলে হানা দিতে বেরিয়ে পড়ল একের পর এক বিস্ফোরক তথ্য। প্রথমে রাইস মিলে ঢুকতে পারছিলেন না সিবিআইয়ের তদন্তকারীরা। জানানো হয় প্রথমে ভিতরে কেউ নেই। ততক্ষণে প্রায় ৪০ মিনিট কেটে গিয়েছে। মিলের কর্মীরা তারপর আসেন। মিলের নিরাপত্তারক্ষীদের দাবি, তাঁদের কাছে চাবি ছিল না। চাবি এনে তারপর গেট খোলা হয়। যদিও এবিপি আনন্দের ক্যামেরায় ধরা পড়ে ভিতরে রাখা বিলাসবহুল গাড়ি। রাইস মিলে একটি শেডের মধ্যে দাঁড়িয়ে রয়েছে একাধিক এসইউভি।  দুর্নীতির টাকার সঙ্গে কি এই দামি গাড়ির সম্পর্ক রয়েছে? তা এখন খতিয়ে দেখছেন গোয়েন্দারা।