কলকাতা: মমতার উৎকর্ষ বাংলা নিয়ে তোপ দিলীপের। বৃহস্পতিবার খড়্গপুরে 'উৎকর্ষ বাংলা'-র (Utkarsh Bangla Scheme) অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে চাকরির শংসাপত্র তুলে দেওয়ার ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এর পাশাপাশি বাংলায় চাকরির বাজার এবং বিস্তারের পরিকল্পনাও জানান মুখ্যমন্ত্রী। আর এবার সোশ্যাল মিডিয়ায়, 'সম্পূর্ণ ভুয়ো 'তোপ দাগলেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)।
এদিন দিলীপ ঘোষ ফেসবুক পোস্টে লেখেন, আর কত মিথ্যে বলার পর লজ্জিত হবেন মুখ্যমন্ত্রী (CM) ? উৎকর্ষ বাংলায় ফলাও করে চাকরির ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী ! কিন্তু ছাত্রছাত্রীদের কাছে চাকরির যে চিঠি গিয়েছে, তা সম্পূর্ণ ভুয়ো। খোদ রাজ্য সরকার এই ভুয়ো চিঠি বিলি করেছে ! প্রায় ৫০ হাজার ছাত্র-ছাত্রীর সঙ্গে এই প্রতারণা করেছেন মুখ্যমন্ত্রী। এমনকি যেগুলিকে চাকরি বলে চালাচ্ছিল রাজ্য সরকার, সেগুলি আসলে কোনও চাকরি নয়, সেটি প্রশিক্ষণের নিয়োগপত্র ! পাশাপাশি এই ইস্যুতেই এদিন টুইটার পোস্টে তিনি লেখেন, প্রতারণার স্কুল চালাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন সন্ধ্যায় সোশ্যালে এহেন পোস্টের পর, আরও একটি ভিডিও টুইট করেছেন দিলীপ ঘোষ। সেখানে লিখেছেন, আর কতটা অপমান তিনি বাঙালিদের করবেন ? ছোট শিশুরাই বা টা থেকে কী থেকে শিখবে ?
আরও পড়ুন, 'শুধু তৃণমূল নাকি ? বাম জমানার লোক সরকারি চাকরি করছে না ?', কল্যাণ ইস্যুতে বিস্ফোরক কুণাল
এদিন খড়্গপুরে 'উৎকর্ষ বাংলা'-র অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে চাকরির শংসাপত্র তুলে দেওয়ার ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উল্লেখ্য, কাশফুল দিয়ে নয়া ব্যবসা শুরুর ভাবনা আগেও জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তবে এদিনও বিষয়টি উদ্যোগপতিদের উদ্দেশে জানান তিনি। পাশাপাশি রাজ্যে কীভাবে কচুরিপানা দিয়ে ব্যাগ এবং থালা তৈরি হচ্ছে, সেকথাও জানান তিনি। এদিন মমতা বলেন, 'আজ গ্রামে গ্রামে অনেক কিছু হতে পারে। আমার মামার বাড়ি গ্রামে। সেখানে যখন যেতাম দেখতাম পাকের মধ্যে পড়ে থাকে ওই কচুরিপাতা। যা দিয়ে মাদুর তৈরি হয়। আপনারা কি জানেন কচুরিপানা দিয়ে এত সুন্দরভাবে সেটাকে শুকিয়ে ব্যাগ তৈরি করছে, খাবারের থালা তৈরি করছে। আগে শালপাতার থালাতে খাবার দিত। এখন এই নতুন থালাতে খাবার দিচ্ছে। ভাবতে পারেন ? কচুরিপানা দিয়ে যে এত ভাল কাজ হতে পারে, ভাবা যায় না।'