রঞ্জিত সাউ, কলকাতা: রাজ্যে নিয়োগ দুর্নীতির ইস্যুতে হাইকোর্টের (High Court) নির্দেশের পর ইতিমধ্যেই তোলপাড় রাজ্যে। কারণ গ্রুপ-ডি পদে চাকরি বাতিল ১ হাজার ৯১১ জনের। আর বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশের পর স্বাভাবিকভাবেই ন্যায় বিচারের আশা দেখছে চাকরি প্রার্থীরা। আর এদিকে রাজ্যে নিয়োগ থেকে আবাস-সহ একাধিক দুর্নীতিতে শাসকদলের নাম জড়ানোর পর এদিন কড়া প্রতিক্রিয়া দিয়েছেন বিজেপির সর্ব ভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)।


নিয়োগ দুর্নীতি


গ্রুপ-ডি পদে চাকরি গেল ১ হাজার ৯১১ জনের। এই মামলায় ১ হাজার ৯১১ জন চাকরি প্রাপকের সুপারিশপত্র প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছে। এই মামলায় অবিলম্বে প্রত্যাহারের বিজ্ঞপ্তি জারি করার জন্য কমিশনকে নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আর এবার ১৯১১ জনের পর ২২৫০ জনের চাকরি যাচ্ছে। আর এবং গ্রুপ সি ইস্য়ুতে এদিন দিলীপ ঘোষ বলেন, 'সবে তো শুরু। সব বিভাগে প্রায় ২৫ হাজার লোক টাকা দিয়ে চাকরি পেয়েছে। অনেকে টাকা দিয়েও চাকরি পায়নি। এই যে বিরাট দুর্নীতি হয়েছে, এর একটা শেষ হওয়া উচিত। মাননীয় বিচারপতি ঠিক জায়গায় হাত দিয়েছেন। ওনার এভাবেই এগিয়ে চলা উচিত।' নাম না করলেও এভাবেই প্রশংসা করলেন দিলীপ ঘোষ।


নিশীথের বাড়ি ঘেরাও


এদিন এই ইস্যুতে দিলীপ ঘোষ বলেন, 'তৃণমূল দেউলিয়া। কাজ নেই। টাকা নেই। চাকরি নেই। ওরা বিভ্রান্ত। কিছু একটা করে মিডিয়া ফোকাসে থাকা। এখানে রোজ খুন হয়। এফ আই আর পর্যন্ত হয়না। তারা দাবি করুক তদন্ত। তার বদলে মন্ত্রীর বাড়ি ঘেরাও? এটা ওদের পতনের ইঙ্গিত।'


রাজ্যে আদিবাসী কুরমিদের ওপর অত্যাচার কেন ? অভিষেক


দিলীপ ঘোষ বলেন, ওরা ১২ বছর আছে। আদিবাসীদের জন্য ওরা কি করেছে? জঙ্গলমহল ওদের উজাড় করে ভোট দিয়েছে। এমনকি গত নির্বাচনেও উনি জঙ্গলমহলকে ভুলভাল বুঝিয়ে ভোট নিয়ে এসেছেন। আজ কেন আদিবাসীরা বলছে আমরা জল পাইনি, রাস্তা পাইনি ? বাড়িও পাইনি। বাড়ির টাকাও লুঠ করে নিয়েছে। ওখানে আর যাওয়ার হিম্মত নেই। তাই এসব বলছেন।


আরও পড়ুন, 'কয়লা ধুলেও কালোই থাকবে', মনজিৎ-র তৃণমূল-যোগ নিয়ে বিস্ফোরক শুভেন্দু


'আগে নিজের পার্টির ডাকাতগুলোকে ঠিক করুক'


নির্বিঘ্নে পঞ্চায়েত হোক। অভিষেকের সর্বদল আহ্বানের ইস্যুতে এদিন দিলীপ ঘোষ আরও বলেন, 'আগে নিজের পার্টির ডাকাতগুলোকে ঠিক করুক। পুলিসকে নিরপেক্ষ ভাবে কাজ করতে দিক। তাহলেই সব শান্তিতে হবে।'  এদিকে জেপি নাড্ডাকে চ্যালেঞ্জ ছুঁড়েছেন অভিষেক। সেই ইস্যুতেও এদিন প্রতিক্রিয়া দেন দিলীপ ঘোষ। বলেন, 'ভোটেই তো লড়ছি। ১৮ টা আসন জিতেছি। আগে নিজেরা দুর্গ সামলান। কাউকে জ্ঞান দেওয়ার দরকার নেই। গোটা দেশে পশ্চিমবঙ্গ নিয়ে ছি ছি হচ্ছে। ত্রিপুরায় একটাও জিতে দেখান। বুঝে নেব আপনাদের কি ইমেজ আছে।'