কলকাতা: রাত পেরোলেই রাজ্যে নবান্ন অভিযান (Nabanna Abhiyan) বিজেপির (BJP)। এদিকে রাজ্য বিভিন্ন কোনা থেকে বিজেপি-নেতা কর্মীরা ইতিমধ্যেই পাড়ি দিয়েছেন কলকাতার-হাওড়ার উদ্দেশ্যে। অধিকাংশই গন্তব্যে পৌঁছানোর জন্য ট্রেনে যাত্রাকেই বেছে নিয়েছেন। মূলত এদিনসকাল থেকেই জেলায় জেলায় বিভিন্ন বড় স্টেশনগুলি থেকে বিজেপি কর্মীরা ট্রেন ধরবার জন্য লাইন দেয়। আসার পথে স্লোগান তুলে মিছিল করে আসা বলে জানা যায়। অভিযোগ সেই সময়ই তাঁদেরকে টেনে হিঁচড়ে গাড়িতে তোলা হয়।  বিজেপির আলিপুরদুয়ারের সাধারণ সম্পাদক রয়েছেন, তাঁকে আটক করা হয়। এবং বেশি কিছু বিজেপি কর্মীকে আটক করা হয়। আর এবার এহেন ইস্যুতেই নবান্ন অভিযানের ঠিক আগের রাতে সোশ্যাল মিডিয়ায় প্রতিক্রিয়া দিলেন বিজেপির সর্ব ভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)।


এদিন দিলীপ ঘোষ ফেসবুক পোস্টে ক্ষোভ উগরে বলেন,'আমরা ট্রেন ভাড়া করে রীতিমত ট্রেনের টাকা দিয়ে আসছি। অথচ যখন নিত্যযাত্রীদের জোর করে ট্রেন থেকে নামিয়ে দিয়ে, ট্রেন দখল করে তৃণমূলের কর্মীরা মিছিলে যান, তখন কোথায় থাকে পুলিশ ? এত ভয় বিজেপিকে ? আমাদের গণতান্ত্রিক প্রতিবাদকে এভাবে কণ্ঠরোধ করতে চাইলে আমরাও তার প্রতিবাদ করবো।' প্রসঙ্গত, সূত্রের খবর, উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, নিউ কোচবিহার এবং বালুরঘাট স্টেশন, এবং দক্ষিণবঙ্গের আসানসোল, ঝাড়গ্রাম, দিঘা, পুরুলিয়া স্টেশন থেকে কর্মী-সমর্থকদের আনতে ৭টি ট্রেন ভাড়া করা হয়েছে। সূত্রের খবর, এই ৭টি ট্রেন ভাড়া নিতে খরচ হবে ৭০ লক্ষ টাকা। ট্রেন ছাড়াও প্রতি জেলা থেকে অন্তত ৫টি করে বাসে কর্মী-সমর্থকদের আনতে বলা হয়েছে। এদিকে, গত কয়েক দিনের মতো রবিবারও নবান্ন অভিযানের প্রস্তুতি সভা করে বিজেপি। নন্দীগ্রাম ও পাণ্ডুয়ায় মিছিলে নেতৃত্বে ছিলেন শুভেন্দু অধিকারী। বাঁকুড়ার বিষ্ণুপুরে দিলীপ ঘোষ, লকেট চট্টোপাধ্যায়, সৌমিত্র খাঁর নেতৃত্বে মিছিল হয়।


আরও পড়ুন,  'মানা হয়নি আদালতের নির্দেশ', হাইকোর্টের দ্বারস্থ অভিষেকের শ্যালিকা


 রবিবার বিষ্ণুপুরে 'চোর ধরো, জেল ভরো' স্লোগান তুলে মিছিল করে বিজেপি। মিছিল শেষে, দুর্নীতি ইস্যুতে সভামঞ্চ থেকে তৃণমূলকে তীব্র আক্রমণ করেন দিলীপ ঘোষ।  দিলীপ ঘোষ বলেন, ' এখন থেকে বাঁশ কেটে রাখুন। শুকাবেন না, ঘরের মধ্যে রাখুন। চাঁছবেন না, গাঁট বেরিয়ে থাকে যেন। মারলে গায়ে দাগ থাকবে। ' বিজেপি সূত্রে খবর, প্রথম জমায়েত হবে কলেজ স্কোয়ারে। সেখান থেকে মহাত্মা গাঁধী রোড ধরে মিছিল পৌঁছবে হাওড়া ময়দানে। যার নেতৃত্বে থাকবেন বিজেপির সর্ব ভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। হাওড়া ময়দানে আসা দ্বিতীয় মিছিলের নেতৃত্বে থাকবেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তারপর দুপুর ১ টায় ওই ২টি মিছিল  হাওড়া ময়দান থেকে নবান্ন-র দিকে যাবে।