Vivo Y22: ভিভো ওয়াই২২ (Vivo Y22) ফোন লঞ্চ হয়েছে ভারতে। ভিভো ওয়াই সিরিজের (Vivo Y Series Phone) এই ফোনে রয়েছে একটি ৬.৫৫ ইঞ্চির LCD ডিসপ্লে। সেখানে আবার HD+ রেজোলিউশন রয়েছে। ভিভো ওয়াই২২ ফোনে রয়েছে একটি মিডিয়াটেক হেলিও জি৭০ প্রসেসর। তার সঙ্গে যুক্ত রয়েছে ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ। আপাতত ভিভো কোম্পানির অফিশিয়াল ওয়েবসাইট থেকে এই ফোন কেনা যাবে। দুটো রঙে এখন পাওয়া যাচ্ছে ভিভো ওয়াই২২ ফোন। এই ফোনে রয়েছে এক্সচেঞ্জ অফার।


ভারতে ভিভো ওয়াই২২ ফোনের দাম ও উপলব্ধতা


আপাতত ভিভো ওয়াই ২২ ফোনের একটি র‍্যাম ও স্টোরেজ ভ্যারিয়েন্ট ভারতে লঞ্চ হয়েছে। ৪ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি ইনবিল্ট স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৪,৯৯৯ টাকা। এই ফোনেরই ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট এখনও ভারতে লঞ্চ হয়নি। বর্তমানে মেটাভার্স গ্রিন এবং স্টারলাইট ব্লু- এই দুই রঙে ভারতে পাওয়া যাচ্ছে ভিভো ওয়াই২২ ফোন। এই ফোন কেনার ক্ষেত্রে এইচডিএফসি ব্যাঙ্কের ক্রেডিট কার্ড এবং ডেবিট কার্ড ব্যবহার করলে ৭৫০ টাকা ছাড় পাবেন ক্রেতারা। এইচডিএফসি ব্যাঙ্কের ইএমআই ট্রানজাকশনের ক্ষেত্রেও এই অফার প্রযোজ্য।


ভিভো ওয়াই২২ ফোনের স্পেসিফিকেশন



  • এই ফোনে রয়েছে একটি ডুয়াল সিমের (ন্যানো) স্লট। Funtouch OS 12- এর সাপোর্টে পরিচালিত হবে ভিভো ওয়াই২২ ফোন। এই ফোনে একটি ৬.৫৫ ইঞ্চির LCD ডিসপ্লে রয়েছে যেখানে HD+ রেজোলিউশন পাওয়া যাবে।

  • এই ফোনে একটি মিডিয়াটেক হেলিও জি৭০ প্রসেসর রয়েছে। তার সঙ্গে ৬ জিবি পর্যন্ত র‍্যাম এবং ১২৮ জিবি পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ যুক্ত রয়েছে। মাইক্রো এসডি কার্ডের সাহায্যে এই স্টোরেজের পরিমাণ ১ টিবি পর্যন্ত বাড়ানো সম্ভব।

  • ভিভো ওয়াই২২ ফোনের ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপে একটি ৫০ মেগাপিক্সেলের সেনসর রয়েছে। এছাড়াও রয়েছে একটি ২ মেগাপিক্সেলের bokeh সেনসর। ফোনের ডিসপ্লের উপরে রয়েছে একটি ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর।

  • কানেক্টিভিটি ফিচার হিসেবে এই ফোনে রয়েছে ডুয়াল ব্যান্ড ওয়াই-ফাই, ব্লুটুথ ভি ৫.০, জিপিএস, এনএফসি, এফএম রেডিও এবং OTG সাপোর্ট। এই ফোন একটি IP54 রেটিং প্রাপ্ত ডিভাইস যা ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিসট্যান্ট। অর্থাৎ ধুলো এবং জলে এই ফোনের কোনও ক্ষতি হবে না।

  • ভিভো ওয়াই২২ ফোনে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে। ফোনের ওজন প্রায় ১৯০ গ্রাম। ফোনের সাইডে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। এছাড়াও রয়েছে একটি টাইপ-সি ইউএসবি চার্জিং পোর্ট।


আরও পড়ুন- রিয়েলমি সি৩৩ ফোনের বিক্রি শুরু ভারতে, দাম এবং বিভিন্ন অফার দেখে নিন