কলকাতাঃ শুক্রবার সাতসকালেই এসএসসি দুর্নীতি মামলায় (SSC Scam) রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর বাড়ি অভিযান চালায় ইডি (ED )। তবে এদিন শুধুই পরেশ অধিকারীর বাড়িতেই নয়, এসএসসি দুর্নীতি নিয়োগ মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় -সহ রাজ্যের ১৩ জয়াগায় এদিন ইডি অভিযান চালিয়েছে। আর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার এই অভিযানের পরেই, এদিন 'সকল অভিযুক্তের বাড়িতে অভিযান হোক', রাজ্যে এসএসসিকাণ্ডে ইডি হানা নিয়ে এদিন কড়া প্রতিক্রিয়া দেন দিলীপ ঘোষ (BJP Leader Dilip Ghosh)।
আরও পড়ুন, সিবিএসই-র দ্বাদশ শ্রেণির ফলপ্রকাশ, পাশের হার এবার ৯২.৭১ শতাংশ
তিনি এদিন বলেন, এটা আগেই হওয়া উচিত ছিল। আগে যথেষ্ট ম্যান পাওয়ার ছিল না, তাই তারা অভিযান চালাননি। আমরা যদি নারদা, সারদা থেকে দেখি, গত পনেরো -কুড়ি বছর ধরে যে ধরণের সীমাহীন দুর্নীতি চলছে, তাতে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্থ হয়েছেন। আমরা বাঙালি হিসেবে সেটা লজ্জা করি। ৬০০ কোটি টাকা লুট হয়েছে। কেউ না কেউ তো লুট করেছে। স্বাভাবিকভাবেই সাধারণ মানুষ যাদের নামে অভিযোগ করেছেন, আদালত যে নির্দেশ দিয়েছে, সেই দিকেই এগোচ্ছে ইডি বা সিবিআই। তাতেই অনেকে চিন্তা করছেন। ২১ জুলাই লক্ষ লক্ষ লোক জোগাড় করে হুঙ্কার দিচ্ছেন, দেখে নেবো আমাদের গায়ে হাত দিলে', বলে এদিন শাসকদলকে তোপ দাগেন দিলীপ ঘোষ।
প্রসঙ্গত, এসএসিকাণ্ডে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার প্রথমদিকের তলবে পার্থ-পরেশের হাজিরা নিয়ে রীতিমত কালঘাম ছোটে তদন্তকারী অফিসারদের। একদিকে উত্তরবঙ্গ থেকে রওনা দিয়ে শিয়ালদহ আসার পথে আচমকাই নিখোঁজ হয়ে যান পরেশ অধিকারী। পরে জানা যায়, তিনি সরকারি গেস্ট হাউজে উঠেছেন। পরে গিয়ে ফের হাইকোর্ট কড়া নির্দেশ দিলে শেষ অবধি তলবে হাজিরা দেন। অপরদিকে, পার্থ চট্টোপাধ্যায়কে তলব করা হলে, তার অসুস্থতার খবর প্রকাশ্যে। কিন্তু অনুব্রত-র মত ঘটনা যাতে পুনরায় না ঘটে, তাই হাইকোর্ট পরিষ্কার জানায়, তলবে হাজিরা দেওয়ার আগে কোনও সরকারি হাসপাতালে ভর্তি হওয়া চলবে না। যদিও এদিন এসএসসি দুর্নীতি মামলায় এই প্রথমবার রাজ্যের মন্ত্রীদের বাড়ি সরাসরি গেল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি।