জয়ন্ত পাল, কলকাতা:  আর্জেন্টিনার জয়ে শহর ছাড়ার আগে প্রতিক্রিয়া দিলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি তথা সাংসদ  দিলীপ ঘোষ (Dilip Ghosh)। সোমবার সকালে দিল্লি যাওয়ার আগে কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে দিলীপ ঘোষ আর্জেন্টিনার জয় প্রসঙ্গে বলেন, 'খেলা দেখলাম। মারাত্মক খেলা। দারুণ। জবরদস্ত। গোলের রেকর্ড।' এরপরেই নাম না করেই তিনি তোপ দেগে বলেন, ' নীল সাদার জয় কি মা মাটি মানুষের জয়? যাদের নিজেদের গর্ব করার কিছু নেই, তাদের ধার করেই গর্ব করতে হয়।' তবে বিশ্বকাপের পাশাপাশি আজ চাকরিপ্রার্থীদের মহাজোট, আবাস যোজনা দুর্নীতি,  একাধিক ইস্যুতে কথা বলেন দিলীপ ঘোষ


আরও পড়ুন, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের দাবি, আজ 'মহাজোট' আন্দোলনকারী চাকরিপ্রার্থীদের


আজ দিল্লিতে বঙ্গ বিজেপির বৈঠকের আগে তোপ দিলীপের


সোমবার একাধিক কারণে গুরুত্বপূর্ণ দিন। একদিকে আজ দিল্লিতে বঙ্গ বিজেপির বৈঠক (BJP Meeting)। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ও সাংসদ সুভাষ সরকারের বাড়িতে এই বৈঠকে থাকবেন দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার, নিশীথ প্রামাণিক, লকেট চট্টোপাধ্যায় (Dilip Ghosh,Sukanta Majumdar, Nisith Pramanik, Locket Chatterjee) সমেত রাজ্যের সমস্ত সাংসদরা। থাকবেন শুভেন্দু অধিকারীও (Suvendu Adhikari)। বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছে বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডাকে (JP Nadda)। পাশাপাশি একইদিনে আবার আন্দোলনকারী চাকরিপ্রার্থীদের (Job Seekers) মধ্যেও এবার 'মহাজোট।'


আজ 'মহাজোট' আন্দোলনকারী চাকরিপ্রার্থীদের, কী বললেন দিলীপ ?


আজ একত্রিত হয়ে মহামিছিলের ডাক দিয়েছে ৯টি মঞ্চ।  শিয়ালদা (Sealdah) থেকে মিছিল যাবে ওয়াই চ্যানেল পর্যন্ত। সরকার চাকরিপ্রার্থীদের (Job Seekers) পাশে আছে। ফের দাবি করল তৃণমূল। যদিও খোঁচা দিতে ছাড়েনি বিজেপি (BJP)। কেউ গান্ধী মূর্তির পাদদেশে, তো কেউ মাতঙ্গিনী হাজরার মূর্তির পাশে, যোগ্য প্রার্থী হয়েও স্কুলে চাকরি না মেলার অভিযোগে, মাসের পর মাস ধরে আন্দোলন চালিয়ে আসছেন এঁরা। এবার আর আলাদা আলাদা নয়, একজোট হয়ে পথে নামতে চলেছেন চাকরিপ্রার্থী আন্দোলনকারীদের ৯টি মঞ্চ। মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের দাবিতে, সোমবার মহামিছিল করবে তারা।


যোগ্যরা বঞ্চিত : দিলীপ


শহর দেখেছে ব্রিগেডের ময়দানে রাজনীতির মহাজোট, আর এবার বঞ্চিত চাকরিপ্রার্থীরা, দীর্ঘদিন ধরে যাঁরা রাস্তায় বসে রয়েছেন, তাঁরাও এবার রাজনীতির মতো মহাজোট বাঁধতে চলেছেন। কলকাতা হাইকোর্টের সম্মতি নিয়ে, সোমবার বেলা সাড়ে ১২টায় শিয়ালদা থেকে আন্দোলনকারী চাকরিপ্রার্থীদের মহামিছিল শুরু। মিছিল যাবে ধর্মতলার ওয়াই চ্যানেল পর্যন্ত। তাতে সামিল হবেন ৬০০ দিনের উপর আন্দোলন চালিয়ে আসা SLST-র চাকরিপ্রার্থীরা। তাঁরা ছাড়াও মিছিলে যোগ দেবেন, ২০১৪-র টেট উত্তীর্ণ, SSC-র গ্রুপ সি, গ্রুপ ডি-র চাকরিপ্রার্থীরা-সহ অন্যান্য মঞ্চ। এই ইস্যুতে দিলীপ ঘোষ বলেন, 'যোগ্যরা বঞ্চিত। টাকা দিয়ে অযোগ্যরা চাকরি করছেন। শিশুদের ভবিষ্যত নষ্ট করছেন। তারা আন্দোলন করছেন। তাদের অধিকার আছে। আমরা নৈতিকভাবে সঙ্গে আছি।'


আমাকে কেউ কিছু বলেনি : দিলীপ


অপরদিকে,  শুভেন্দু কি অমিত শাহ দ্বারা সেন্সর? প্রশ্নের উত্তরে দিলীপ ঘোষ বলেন,' আমার জানা নেই। আমাকে কেউ কিছু বলেনি। জল্পনা অনেক হয়। ঠিক কি ঘটেছে, যারা কাছে ছিলেন, তারা বলতে পারবেন।' এদিকে রাজ্যে পঞ্চায়েত ভোটের আগে একাধিক জায়গায় আবাস দুর্নীতি ইস্যুতে বিতর্কের ঝড়। আবাস যোজনা দুর্নীতি নিয়ে দিলীপ ঘোষ বলেন,  'এটা আরও বাড়বে। এর নামেও অভিযোগ করছে। বিডিওরা তৃণমূল নেতাদের সঙ্গে হাত মিলিয়ে এসব করছে। আমরা বিডিও অফিস ঘেরাও কর্মসূচি নেব।'