Jobs In CISF: সিআইএসএফ কিছুদিন আগে কনস্টেবল পদের জন্য নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই পদগুলির জন্য আবেদনের প্রক্রিয়া দীর্ঘদিন ধরে চলছে। যে সকল প্রার্থীদের এগুলির জন্য আবেদন করার যোগ্যতা ও ইচ্ছা আছে তাদের শেষ তারিখের আগে নির্দিষ্ট আবেদন করতে হবে। আবেদনের শেষ তারিখ ২০ ডিসেম্বর রাখা হয়েছে। কারণ হাতে রয়েছে কেবল ২৪ ঘণ্টা।


CISF Recruitment 2022: অ্যাপ্লিকেশন সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য


১ সিআইএসএফ-এ কনস্টেবল পদের জন্য আবেদনগুলি শুধুমাত্র অনলাইনে করা যেতে পারে।
২ এর জন্য আপনাকে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের অফিশিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে।
৩ এই শূন্যপদগুলির জন্য আবেদন করতে একটি স্বীকৃত বোর্ড থেকে চাকরিপ্রার্থীকে দশম শ্রেণি উত্তীর্ণ হতে হবে। বিস্তারিত জানার জন্য বিজ্ঞপ্তি দেখুন।
৪ ১৮ থেকে ২৩ বছর বয়সী প্রার্থীরা এই নিয়োগের জন্য আবেদন করতে পারবেন।
৫  ১ অগাস্ট ২০২২ থেকে আবেদনকারীদের বয়স গণনা করা হবে। দেখা হবে চাকরিপ্রার্থীর জন্ম যেন ০২.০৮.১৯৯৯ এর আগে ও ০১.০৮.২০০৪-এর পরে না হয়।
৬ PST/PET/ডকুমেন্টেশন/ট্রেড টেস্ট, লিখিত পরীক্ষা ও মেডিক্যাল পরীক্ষার ভিত্তিতে এই পদগুলির জন্য প্রার্থীদের নির্বাচন করা হবে।
৭ সিআইএসএফ কনস্টেবল পদের জন্য আবেদন ফি ১০০ টাকা রাখা হয়েছে।
৮ মহিলা প্রার্থী, এসসি, এসটি বিভাগের প্রার্থী, প্রাক্তন সৈনিক ও যারা সংরক্ষিত বিভাগের অধীনে আবেন করবে, তাদের কোনও আবেদন ফি দিতে হবে না।
৯ এই নিয়োগ সংক্রান্ত অন্য কোনও বিবরণ বা আপডেট দেখতে, শুধুমাত্র CISF-এর অফিশিয়াল ওয়েবসাইটে যান। অন্য কোনও মাধ্যমে প্রাপ্ত তথ্যের উপর নির্ভর করবেন না।


Jobs In Railway: ভারতীয় রেলে চাকরি করতে চাইলে রয়েছে দারুণ সুযোগ। সম্প্রতি শিক্ষানবীশ প্রচুর পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে রেল কর্তৃপক্ষ। এই নিয়োগ অভিযানের আওতায় ২৪২২টি পদ পূরণ করা হবে। মনে রাখবেন, এই পদগুলির জন্য কেবল অনলাইনে আবেদন করা যাবে। এর জন্য প্রার্থীদের সেন্ট্রাল রেলওয়ের অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে। rrccr.com-এ গিয়ে আবেদন করতে হবে চাকরিপ্রার্থীদের।


Indian Railway Jobs: আবেদন করার শেষ তারিখ
আগ্রহী চাকরিপ্রার্থীরা এই পদে আবেদনের জন্য ১৫ জানুয়ারি ২০২৩ পর্যন্ত সময় পাবেন। এই নির্দিষ্ট তারিখে বিকেল ৫টা পর্যন্ত আপবনি আবেদন করতে পারবেন। এই পদে আবেদনের ক্ষেত্রে চাকরিপ্রার্থীদের বয়স ২৪ বছরের মধ্য়ে হতে হবে।  আবেদনের ফি-র দিকে তাকালে, সাধারণ ক্যাটাগরির প্রার্থীদের ১০০ টাকা ফি দিতে হবে। যদিও SC, ST, PWD, মহিলা প্রার্থীদের কোনও আবেদন ফি দিতে হবে না।


আরও পড়ুন : Indian Railway Jobs: রেল দিচ্ছে দারুণ সুযোগ, দশম উত্তীর্ণরা করতে পারবেন আবেদন


Education Loan Information:

Calculate Education Loan EMI