কলকাতা: সাতসকালে সেন্ট্রাল অ্যাভিনিউয়ে মর্মান্তিক দুর্ঘটনা  (Accident)। নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল তেলের ট্যাঙ্কার, চালকের মৃত্যু। পুড়ে ছাই দুর্ঘটনাগ্রস্ত তেলের ট্যাঙ্কার। ঘটনাস্থলে দমকলের ১০টি ইঞ্জিন। দুর্ঘটনার জেরে বন্ধ যান চলাচল। 


শেষ অবধি পাওয়া খবরে জানা গিয়েছে, সেন্ট্রাল অ্যাভিনিউয়ে তেলের ট্যাঙ্কার উল্টে বাড়িতে ছড়িয়ে পড়ে আগুন। ঝলসে মৃত্যু হয় ট্যাঙ্কার চালকের। ভোর ৫টা নাগাদ ওই দুর্ঘটনাটি ঘটে। ধর্মতলার দিক থেকে যাওয়ার সময়, রাস্তায় দাঁড়িয়ে থাকা গাড়িকে ধাক্কা নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় ট্য়াঙ্কার। সঙ্গে সঙ্গে আগুন লেগে যায়। কালো ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ। আগুন ছড়িয়ে পড়ে রাস্তার ধারের একটি বাড়িতেও। ভস্মীভূত হয়ে গিয়েছে ট্যাঙ্কার। দমকলের ১০টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে। দুর্ঘটনার জেরে সকাল থেকে সেন্ট্রাল অ্যাভিনিউয়ের একাংশে যান চলাচল বন্ধ রয়েছে। 


সম্প্রতি সিকিমের রানিপুলে  একটি ভয়াবহ দুর্ঘটনা হয়েছিল।  ভয়াবহ দুর্ঘটনায়  ৩ জনের মৃত্যু হয়েছিল এবং গুরুতর জখম হয়েছিলেন অনেকেই।ঘড়ির কাঁটায় তখন সন্ধ্যা ৮ টা। সপ্তাহান্তে তখন সিকিমের রানিপুলের কাছে চলছিল একটি মেলা। সাধারণ মানুষের ভিড়। অনেক আনন্দ। হই হুল্লোড়। আচমকাই নিয়ন্ত্রণ হারানো একটি দুধের ট্যাঙ্কারটি সেখানে ঢুকে পড়ে। একাধিকজনকে ধাক্কা মারে। একলহমায় পরিস্থিতি বদল যায়। দুর্ঘটনাটি এতটাই ভয়াবহ হয়েছে যে, ৩ জনের মৃত্যু হয়। এবং প্রায় ১২ জন গুরুতর জখম হয়েছে বলে জানা গিয়েছিল। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল।


আরও পড়ুন, 'শান্তিপূর্ণ অবস্থান ও ধর্নার অধিকার সকলের', মেয়ো রোডে বিজেপির সভায় অনুমতি হাইকোর্টের


প্রসঙ্গত, সচেতনতা বাড়িয়ে দিতে, সেফ ড্রাইভ, সেভ লাইফ নিয়ে উদ্যোগের শেষ নেই রাজ্যের পুলিশ প্রশাসনের। তারপরেও বারবার দুর্ঘটনার ছবি প্রকাশ্যে আসছে। গতবছরের শেষে ভরা উৎসবের মরশুমেই প্রকাশ্য এসছিল আরও এক মর্মান্তিক খবর। মেচেদা বাইপাসে বাসের সঙ্গে গাড়ির মুখোমুখি সংঘর্ষের জেরে কাঁথিতে ভয়াবহ দুর্ঘটনা হয়েছিল। যার জেরে ৩ জনের মৃত্যু হয়েছিল (Tragic Accident)। ঘটনার পর দীর্ঘক্ষণ ধরে অবরুদ্ধ হয়ে ছিল জাতীয় সড়ক। পুজো শুরু আগে আরও একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছিল। টায়ার পাংচার হয়ে নয়ানজুলিতে পড়ে গিয়েছিল দিঘা-কলকাতা এসি বাস (Bus Accident)। আহত হয়েছিলেন ১০ থেকে ১২ জন বাস যাত্রী।


(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)