জয়ন্ত পাল, কলকাতা:  এবার তৃণমূল কাউন্সিলরের বোনের সোনার চেন চুরির অভিযোগ উঠল দুষ্কৃতীর বিরুদ্ধে। 


অশোকনগর পুরসভার ২২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরের বোনের দাবি, শনিবার সন্ধেয় দমদম বিমানবন্দরের কাছে, মাকে নিয়ে হাসপাতাল থেকে ফেরার পথে এই ঘটনা ঘটে। সিগনালে গাড়ি দাঁড়িয়ে থাকার সময়, গাড়ির মধ্যে থেকেই তাঁর গলার হার নিয়ে পালায় এক যুবক। 


ঘটনায় বিমানবন্দর থানায় অভিযোগ দায়ের করেছেন তৃণমূল কাউন্সিলরের বোন। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে