প্যারিস: প্যারালিম্পিক্সে (Paris Paralympics) ভারতের পদকের দৌড় অব্যাহত। শনিবার আরও দুই পদক এল ভারতের সাফল্যের ঝুলিতে। পুরুষদের জ্যাভলিন থ্রোয়ে রুপো জিতলেন ভারতের নভদীপ সিংহ (Navdeep Singh)। মহিলাদের ২০০ মিটার দৌড়ে ব্রোঞ্জ জিতলেন শিমরন শর্মা (Simran Sharma)।
পুরুষদের এফ ৪১ বিভাগে জ্যাভলিন থ্রোয়ে রুপো জিতলেন নভদীপ। যেটা এই বিভাগে প্যারালিম্পিক্সে ভারতের প্রথম পদক। ব্যক্তিগত সেরা ৪৭.৩২ মিটার থ্রো করে প্রাথমিকভাবে রুপো জেতেন নভদীপ। চীনের পেংজিয়াং সান ২০২১ সালে টোকিও প্যারালিম্পিক্সে যে রেকর্ড গড়েছিলেন, সেটি ভেঙে দিলেন ভারতের নভদীপ। সোনা আসে ইরানের বেইট সাদগে (Beit Sadgeh)। তিনি রেকর্ড ৪৭.৬৪ মিটার থ্রো করেন। কিন্তু লাগাতার নিষিদ্ধ পতাকা প্রদর্শন করায় প্রতিযোগিতা শেষে বাতিল করা হয় সাদগেকে। ফলে সোনা আসে ভারতীয়ের ঝুলিতে।
পুরুষদের এফ ৪১ জ্যাভলিন থ্রোয়ে ভারতের প্রথম পদক জিতে ইতিহাসে নাম তুললেন নভদীপ। এটি এবারের প্যারালিম্পিক্সে ভারতের সপ্তম সোনা। সোশ্যাল মিডিয়ায় অভিনন্দনবার্তার বন্যা। তাঁকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও।
প্রধানমন্ত্রী সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, 'অবিশ্বাস্য নভদীপ পুরুষদের জ্যাভলিন থ্রোয়ের এফ ৪১ বিভাগে রুপোর পদক জিতেছেন প্যারিস প্যারালিম্পিক্সে। ওঁর অদম্য ইচ্ছেশক্তির প্রতিফলন এই পদক। ওঁকে অনেক অভিনন্দন। গোটা দেশ আপ্লুত।'
মহিলাদের ১০০ মিটার দৌড়ের ফাইনালে হতাশ করেছিলেন শিমরন শর্মা। তবে ২০০ মিটার টি ১২ বিভাগের ফাইনালে দুরন্ত পারফরম্যান্স করে দেশকে ব্রোঞ্জ পদক উপহার দিলেন ভারতের স্প্রিন্টার। ব্যক্তিগত সেরা সময় করলেন তিনি। ২৪.৭৫ সেকেন্ড সময়ে দৌড় শেষ করলেন তিনি। তৃতীয় স্থান নিশ্চিত করেন তিনি।