ঝিলম করঞ্জাই, কলকাতা: পঞ্চসায়রে EM বাইপাসের ওপর অভিজাত উপহার আবাসনের পানীয় জলে মিলল ই-কোলাই ব্য়াক্টেরিয়া। যা শরীরের মারাত্মক ক্ষতি করতে পারে। আবাসিকদের বক্তব্য়, বাসিন্দাদের মধ্য়ে কয়েকজনের পেটের সংক্রমণ হয়। এরপরই জলের নমুনা পরীক্ষা করানোর সিদ্ধান্ত নেন তারা। তারপরই এই ভয়ঙ্কর তথ্য় সামনে আসে।                                                

EM বাইপাস লাগোয়া পঞ্চসায়রে Upohar Efficiency and Comfort Soceity-তে কয়েক মাস আগে থেকে বাসিন্দাদের মধ্য়ে কয়েকজনের পেটের সংক্রমণ শুরু হয়। দিনে দিনে বাড়তে থাকে আক্রান্তের সংখ্যা। উপহার এফিসিয়েন্সি অ্যান্ড কমফোর্ট সোসাইটির আবাসিক জানাচ্ছেন, "আমার বরের হয়েছে। ছেলের হয়েছে। বরকে তো হাসপাতালে ভর্তি করতে হয়েছিল। পাড়ার ওষুধের দোকানে গিয়ে জানতে পারি আমাদের আবাসনের অনেকের হয়েছে।'' বিষয়টি জানাজানি হওয়ার পর আবাসিকদের মনে সন্দেহ দানা বাধে, জল থেকে কিছু হচ্ছে না তো! এবার আবাসনের পানীয় জল পরীক্ষার পরই বেরিয়ে এল মারাত্মক তথ্য। জানা গেল, আবাসনের জলে মিলেছে ই-কোলাই ব্যাক্টেরিয়া। যার সংক্রমণ খুবই মারাত্মক। উপহার এফিসিয়েন্সি অ্যান্ড কমফোর্ট সোসাইটির সহ সভাপতি বিবেক বন্দ্যোপাধ্যায়, "৩ মাস ধরে হচ্ছে। আমাদের মনে হয়েছে জলবাহিত। জলাধার থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষা করানো হয়। ট্রিটেড ওয়াটার ও রিজার্ভার থেকে টেস্ট করানো হয়। ব্যাকটেরিয়া পাওয়া গেছে।'' চিকিৎসকরা বলছেন, ক্ষেত্র বিশেষে ই-কোলাই সংক্রমণ মারাত্মক আকার নিলে, যদি সঠিক সময়ে চিকিৎসা শুরু না হয়, তা হলে প্রাণ সংশয়ের ঝুঁকিও থেকে যায়। কিন্তু প্রশ্ন হচ্ছে, পানীয় জলের মধ্যে ক্ষতিকারক ই-কোলাই ব্য়াকটেরিয়া এল কোথা থেকে? বাইপাসের ধারের এই আবাসনে এটাই হল পানীয় জলের রিজার্ভার। একদম তারই গা ঘেষে, অগ্নিনির্বাপণের জন্য প্রয়োজনীয় জল মজুতের ভূগর্ভস্থ ট্যাঙ্ক। সেই ট্যাঙ্কে যে আগাছা এবং ময়লা রয়েছে, তা এই ছবি থেকেই পরিষ্কার। আবাসিকদের আশঙ্কা, দুটি রিজার্ভার পাশাপাশি হওয়ায়, একটি থেকে আরেকটি রিজার্ভারে এই জীবাণু ছড়িয়ে থাকতে পারে। কিন্তু রিজার্ভার পরিষ্কারের ক্ষেত্রেও জটিলতা রয়েছে। আবাসনের প্রেসিডেন্ট শুভাশিস বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, পরিষ্কার করার জন্য দমকলের অনুমতি নিতে হবে। সেই চেষ্টা চলছে। 

আরও পড়ুন: Rampurhat X-Ray Machine Controversy: বিকল এক্স-রে মেশিন, ফের পরিষেবা ব্যাহত রাজ্যের সরকারি হাসপাতালে