কলকাতা: পার্থ ঘনিষ্ঠ অর্পিতার (Arpita Mukherjee) বেলঘরিয়ার ফ্ল্যাটে ফের ইডি। আবাসনের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। উল্লেখ্য, ইতিমধ্য়েই টালিগঞ্জের পর অর্পিতার বেলঘরিয়ার ফ্ল্যাট থেকে কয়েক কোটি নগদ টাকা, সোনা এবং দলিল উদ্ধার করেছে। এবার সেই আবাসনের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করল ইডি। কারণ ইতিমধ্যেই ইডি সূত্রে জানা গিয়েছে, জিজ্ঞাসাবাদে অর্পিতা মুখ খুললেও, সাহায্য করছেন না পার্থ চট্টোপাধ্যায়। তবে বেলঘরিয়ায় অর্পিতার  ওই ফ্ল্য়াটে আরও কারা আসতেন ? ঠিক কী কী ঘটছিল এতদিন লোকচক্ষুর আড়ালে ? তাই কি জানতে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করল ইডি ? ফের ইডি অভিযানে জল্পনা তুঙ্গে।


কারা আসা যাওয়া করত অর্পিতার ফ্লাটে ? তথ্য পেতে চায় ইডি


 প্রসঙ্গত, ইতিমধ্য়েই টালিগঞ্জের ফ্ল্যাট থেকে বিপুল অর্থ উদ্ধারের পর বেলঘরিয়ার ফ্ল্যাট থেকে আরও অনেক নগদ টাকা, সোনা, দলিল উদ্ধার হয়। পার্থ-অর্পিতার কোম্পানির নথির হদিশও মেলে। যা খতিয়ে দেখতে রীতিমত বেগ পেতে হয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট-র আধিকারিকদের। এখানেই শেষ নয়, পার্থ-অর্পিতার একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করে দিয়ে ইডি। আর ২৪ ঘন্টা কাটতে না কাটতেই , ওই ফ্রিজ অ্যাকাউন্ট থেকে আরও বিপুল পরিমাণ অর্থের হদিশ মেলে। উল্লেখ্য, বেলঘরিয়ায় ইডির তল্লাশিতে উদ্ধার হয় প্রায় ২৮ কোটি টাকা। ইডির তল্লাশিতে উদ্ধার হয় প্রায় ৬ কেজি সোনা। বেলঘরিয়ার সেই আবাসনেরই এবার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করল ইডি। কারা আসা যাওয়া করত অর্পিতার ফ্লাটে ? তথ্য পেতে চায় ইডি। 


আরও পড়ুন, 'মুখ্যমন্ত্রীর ভাবমূর্তিই শেষকথা', মন্ত্রিসভার রদবদল ঘোষণা ঘিরে কী বলছেন মুকুল-কুণালরা ?


প্রথম থেকেই প্রকাশ্যে পার্থ-র মুখ খোলা নিয়ে বিরোধী শিবির থেকে গোটা রাজ্য অপেক্ষা করছিল


অপরদিকে, ইতিমধ্যেই বয়ান এবং তথ্যের যাচাইয়ে পার্থ-অর্পিতার জিজ্ঞাসাবাদ মুখোমুখি চালানোর কথা বলেছে ইডি। প্রথম থেকেই প্রকাশ্যে পার্থ চট্টোপাধ্যায়ের মুখ খোলা নিয়ে বিরোধী শিবির থেকে গোটা রাজ্য অপেক্ষা করছিল। কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুসারে জোকা ইএসআই-তে পার্থ-অর্পিতা স্বাস্থ্য পরীক্ষা করাতে নিয়ে যাওয়ার সময়ই পট পরিবর্তন হয়। প্রকাশ্যে প্রথম মুখ খোলেন পার্থ চট্টোপাধ্যায়। তিনি বলেন, আমি ষড়যন্ত্রের শিকার। তারপর গোটা রাজ্যে শোরগোল পড়ে যায়। কারা ষড়যন্ত্র করেছে, প্রশ্ন করেন সরাসরি বিজেপি নেতা দিলীপ ঘোষ, বাম নেতা সুজনরা। এদিকে তার ৪৮ ঘন্টা পরেই ফের মেডিক্যাল টেস্ট করার সময় ফের বিস্ফোরক মন্তব্য করেন পার্থ চট্টোপাধ্যায়। ইডি হেফাজতে থাকাকালীন ফের মেডিক্যাল টেস্টে নিয়ে যাওয়ার পথে, সাংবাদিকরা জিজ্ঞেস করেন পার্থদা কার টাকা ? পার্থ মুখ খুলে বলেন, আমার কোনও টাকা নেই। এরপরে প্রশ্ন করা হয়ে দলের সিদ্ধান্ত কি ঠিক, পার্থ চট্টোপাধ্যায় বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্ত ঠিক।এবং বলেন, 'সময় এলে জানতে পারবে।'