নয়াদিল্লি: স্লোগান, প্ল্যাকার্ড, ব্যানার, দেওয়াল-লিখন, মিটিং-মিছিল, জমায়েত,কবিতা, গান, প্যারোডি, এমনকী মিম! প্রতিবাদের ভাষা কি 'কম পড়িয়াছিল'? না হলে ভরা লোকসভায় কেন কাঁচা বেগুনে (brinjal) কামড় (bite) বসালেন তৃণমূল (TMC) সাংসদ (MP) কাকলি ঘোষ দস্তিদার? সোমবার বাদল অধিবেশনের (Monsson Session) পর এখন এই নিয়েই মগ্ন সোশ্যাল মিডিয়া।


কেন কামড়?
খাবার জিনিসের দাম আকাশছোঁয়া। সাধারণ মানুষের হেঁশেলে আগুন। রান্নার গ্যাসের দাম থেকে খাবারের জিনিসের দাম, সবই হইহই করে বাড়ছে। কী করছে সরকার? বাদল অধিবেশনের শুরু থেকেই এই প্রশ্নে বিতর্ক চাইছিল তৃণমূল-সহ তামাম বিরোধী শিবির। এদিন অবশেষে বিতর্কের সুযোগ পান তাঁরা। প্রশ্ন ওঠে এলপিজি গ্যাসের লাগাতার মূল্যবৃদ্ধি নিয়ে। তৃণমূলের চিকিৎসক সাংসদ বলেন,'গত কয়েক মাসে অন্তত চার বার এলপিজি সিলিন্ডারের দাম বেড়েছে। ৬০০ টাকা থেকে তা পৌঁছে গিয়েছে ১ হাজার টাকায়।'এর পরই প্রশ্ন,'সরকার কি চাইছে আমরা কাঁচা সব্জি খেয়ে থাকি'? তবে শুধু প্রশ্ন করেই থামেননি কাকলি। আস্ত একটা বেগুনে কামড়ও বসান। লোকসভা জুড়ে তখন হাসির রোল। এমনকী কাকলির পাশে বসা আর এক তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের মুখেও একচিলতে হাসি। খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানাতে গিয়ে কি শেষমেশ কিনা কাঁচা বেগুনে কামড়? এমন কথা কেউ কখনও স্বপ্নেও ভেবেছেন কি?


প্রতিবাদে সরব বিরোধীরা
'কামড়'নিয়ে যতই হাসিঠাট্টা হোক, মূল্যবৃদ্ধির বিষয়ে সরকারের সমালোচনা করতে এক ইঞ্চি জমিও ছাড়ছেন না বিরোধীরা। প্যাকেটজাত দ্রব্যের উপর জিএসটি লাগু হওয়ার প্রতিবাদে গত সপ্তাহে কংগ্রেসও বিক্ষোভ দেখিয়েছিল। দাবি ঘুরেফিরে একটাই। আমজনতার পকেটকে কিছুটা স্বস্তি দিতে এলপিজি সিলিন্ডার-সহ খাদ্যপণ্যের দাম বাড়ানোর সিদ্ধান্ত প্রত্যাহার করা হোক। লোকসভায় সোমবার বিষয়টি নিয়ে বিতর্ক হওয়ায় অধ্যক্ষকে ধন্যবাদ জানিয়েছেন তৃণমূল সাংসদ। সঙ্গে আক্ষেপ, বিতর্কটা হতে বড় দেরি হয়ে গেল।
তবে সব পেরিয়ে ততক্ষণে তাঁর 'বেগুন-কামড়' লাইমলাইটে। 


আরও পড়ুন:বুধবারই রদবদল, নতুন মন্ত্রিসভায় কে কে আসতে পারেন ? রইল তালিকা