কলকাতা: প্রদীপ, প্রসন্ন-র পর ইডির (ED) নজরে আরও ১ জন। এসএসসি-র নিয়োগ দুর্নীতির (SSC Scam) টাকা কি বিদেশে পাচার হয়েছে? কার কাছে টাকা গেছে? কারা যুক্ত রয়েছেন? দুই মিডলম্যান প্রসন্ন রায় এবং প্রদীপ সিংয়ের গ্রেফতারির পর এই সব প্রশ্নের হদিশ পেতে সোমবার শহর-শহরতলির একাধিক জায়গায় তল্লাশি ইডি-র। সোমবার দিনভর প্রায় সাড়ে ১০ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয় সুব্রত মালাকারকে। খতিয়ে দেখা হয় ব্যাঙ্কের চেক ও পাস বই, সম্পত্তির দলিল এবং পাসপোর্ট। সূত্রের দাবি, সুব্রতর বিদেশ যাত্রার তথ্যও পেয়েছেন ইডি-র আধিকারিকরা। সুব্রতকে সঙ্গে নিয়ে সোমবার তাঁর বেলঘরিয়ায় অফিসে তল্লাশি চালান ইডি-র অফিসাররা।
উল্লেখ্য, নবম-দশমে শিক্ষক নিয়োগ দুর্নীতি গ্রেফতার হন প্রদীপ সিংহ। আর তাকে গ্রেফতার করার পরেই বৃহস্পতিবার তার সল্টলেকের অফিসে প্রায় সাড়ে ৩ ঘন্টা চলে টানা তল্লাশী। জিডি ব্লকের ২৫৩ নং বাড়ি যান তদন্তকারী আধিকারিকরা। তদন্ত সূত্রে প্রাথমিকভাবে জানা গিয়েছে ওই অফিসে আসতেন প্রদীপ সিংহ (Pradip Sinha) । সিবিআই সূত্রে খবর, চাকরি পাইয়ে দেওয়ার নাম করে টাকা নিয়ে চাকরি পাইয়েও দিয়েছিলেন। আরও কারা এখানে জড়িত রয়েছে, কীভাবে এই নিয়োগ দুর্নীতি প্রশ্ন উঠেছে। সিবিআই-র আইনজীবী বলেন, প্রদীপ মিডলম্যান হিসাবে কাজ করতেন।অযোগ্য প্রার্থীদের সঙ্গে যোগাযোগ করে এসএসসি-র নিয়োগ কর্তাদের সঙ্গে যোগযোগা করতেন প্রদীপ। অনেকগুলি ইমেল আইডি পাওয়া গিয়েছে, যেখানে অযোগ্য প্রার্থীদের নামের তালিকা পাওয়া গিয়েছে। কার কথায় তালিকা তৈরি করা হত ? কে নির্দেশ দিতেন ? আর কারা কারা যুক্ত রয়েছেন ? তা খতিয়ে দেখছে সিবিআই।
আরও পড়ুন, বিজেপি কর্মী অভিজিৎ খুনের অভিযোগ, সিবিআই-র মুখোমুখি পরেশ পাল
ধৃত মিডলম্যান প্রদীপ সিং-কে (Pradip Singh) জেরা করেই মূলত খোঁজ মেলে প্রসন্নর।সূত্রের খবর, প্রদীপের মুখোমুখি প্রসন্নকে বসিয়ে করা হতে পারে জেরা। প্রদীপের সঙ্গে কথা হয়েছে, এরকম ৫ টি ফোন নাম্বার পাওয়া গিয়েছে। সিবিআই-র আইনজীবী আরও বলেন, নাকতলায় পার্থ-র বাড়ির কাছে একটি কম্পিউটার সেট আপ ছিল। সেটা প্রদীপ চালাতেন। সেখান থেকে প্রচুর তথ্য পাওয়া গিয়েছে। যেমন ইমেল আইডি, যোগ্য নয় এমন প্রার্থীদের নামের তালিকা ও ফোন নাম্বার। singh1988pradip@gmail.com এই ইমেল থেকেই সবথেকে বেশি নামের তালিকা পাওয়া গিয়েছে। প্রদীপ সিং এই ষড়যন্ত্রের একটা অংশ। ধৃত শান্তিপ্রদসাদের ফোনে প্রদীপ সিং-র নাম ছোটু বলে সেভ করা ছিল। প্রদীপের ডাক নাম ছোটু। দুজনের কখোপকথনও হোয়াটসআপে পাওয়া গিয়েছে।