কলকাতা: ভোটের বাজারে অস্বস্তি বাড়ল তৃণমূলের (TMC)। স্কুলে নিয়োগ দুর্নীতি মামলায় (Recruitment Scam) বোলপুরের বাড়িতে তল্লাশি-অভিযানের পর এবার মন্ত্রী চন্দ্রনাথ সিন্হাকে (Chandranath Sinha) তলব করল ED।


চন্দ্রনাথ সিন্হাকে তলব ED-র


মন্ত্রী বা তাঁর কোনও প্রতিনিধিকে আগামীকাল সল্টলেকের CGO কমপ্লেক্সে ডাকা হয়েছে। ED সূত্রে দাবি, সম্প্রতি মন্ত্রীর বাড়িতে তল্লাশিতে ৪১ লক্ষ টাকা উদ্ধারের পাশাপাশি, তাঁর মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়। মন্ত্রীর সামনেই তাঁর ফোন খুলে তথ্য খতিয়ে দেখতে চান তদন্তকারীরা। সেই সময় চন্দ্রনাথ সিন্হা বা তাঁর কোনও প্রতিনিধিকে হাজির থাকতে বলা হয়েছে। মন্ত্রী জানিয়েছেন, ED দফতরে তিনি তাঁর প্রতিনিধিকে পাঠাবেন। 


আরও পড়ুন, 'লাঠিতে তেল মাখানো শুরু..', বরানগরে উপনির্বাচনের আগে বিস্ফোরক BJP প্রার্থী সজল


 ভোটের মুখে কেন বাড়িতে লক্ষ লক্ষ টাকা রেখেছিলেন?


লোকসভা ভোটের মুখে কেন বাড়িতে লক্ষ লক্ষ টাকা রেখেছিলেন? এই প্রশ্ন তুলে আদর্শ আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগে আগেই নির্বাচন কমিশনে চিঠি দিয়েছিল ED। স্কুলে নিয়োগ দুর্নীতি মামলায় এবার অস্বস্তি আরও বাড়ল ক্ষুদ্র ও কুটিরশিল্পী মন্ত্রী চন্দ্রনাথ সিন্হার। ১৪ ঘণ্টা বাড়িতে তল্লাশির পর এবার তাঁকে তলব করল ED. মন্ত্রী বা তাঁর কোনও প্রতিনিধিকে বুধবার CGO কমপ্লেক্সে হাজিরা দিতে বলা হয়েছে। 
স্কুলে নিয়োগ দুর্নীতির তদন্তে, শুক্রবার দিনভর ক্ষুদ্র ও কুটিরশিল্প  মন্ত্রীর বাড়িতে তল্লাশি চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। 


 'আমি যাব না..'


ED সূত্রে দাবি, সেখান থেকেই উদ্ধার হয় নগদ ৪১ লক্ষ। বাজেয়াপ্ত করা হয় অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ বীরভূমের এই দাপুটে তৃণমূল নেতার মোবাইল ফোন। ED সূত্রে দাবি, সেখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি মিলেছে। ED সূত্রে দাবি, মন্ত্রীর সামনেই তাঁর ফোন খুলে তথ্য খতিয়ে দেখতে চান তদন্তকারীরা। যদিও ক্ষুদ্র ও কুটিরশিল্প মন্ত্রী চন্দ্রনাথ সিন্হা বলেছেন,' বাজেয়াপ্ত ফোন খোলা হবে কাল। তাই তাকে ডাকা হয়েছে। আমি যাব না আমার লোক যাবে।' 


 ধৃত তাপস মণ্ডল ও কুন্তল ঘোষের বয়ানেও মন্ত্রী চন্দ্রনাথ সিন্হার নাম উঠে আসে


এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সূত্রে দাবি করা হয়েছে, যুব তৃণমূলের বহিষ্কৃত নেতা কুন্তল ঘোষকে গ্রেফতারির আগে তাঁর বাড়িতে যখন তল্লাশি চালানো হয়েছিল, তখন উদ্ধার হয়েছিল একটি রেজিস্টার। ইডি সূত্রে দাবি, সেই রেজিস্টারে মন্ত্রী চন্দ্রনাথ সিন্হার নাম মিলেছে। ইডি সূত্রে আরও দাবি, মন্ত্রী চন্দ্রনাথ সিন্হার নামের পাশেই ছিল একশোজন প্রার্থীর তালিকা। কেন্দ্রীয় এজেন্সি সূত্রে দাবি, নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত তাপস মণ্ডল ও কুন্তল ঘোষের বয়ানেও মন্ত্রী চন্দ্রনাথ সিন্হার নাম উঠে আসে। তাঁদের জেরা করে একজন মধ্যস্থতাকারীর নামও পাওয়া যায়। সেই মধ্যস্থতাকারীর বক্তব্য়েও মিলেছে মন্ত্রী চন্দ্রনাথ সিন্হার নাম।