সঞ্চয়ন মিত্র, অরিত্রিক ভট্টাচার্য এবং পার্থপ্রতিম ঘোষ, কলকাতা: পুজোর (Durga Puja 2022) থিম সঙের উদ্বোধন শুরু হয়ে গেল। বেলঘরিয়া বাণীমন্দিরের থিম সং গেয়েছেন মদন মিত্র (Madan Mitra)। সুরুচিতে সামনে আনা হল পুজোর বিষয় ভাবনাকে। শ্রীভূমিতে সোনার গয়না পরানো হল প্রতিমাকে। পুজোর ঢাকে কাঠি পড়ে গিয়েছে।
দক্ষিণ কলকাতার সুরুচি সঙ্ঘের পুজোর থিম সং প্রকাশ
রবিবার মহালয়ার (Mahalaya) সন্ধে থেকেই, কার্যত শুরু হয়ে গেল প্যান্ডেলে ঘোরা। শ্রীভূমি স্পোর্টিংয়ের পুজোমণ্ডপে, প্রতিমাকে পরানো হল সোনার গয়না। এবার শ্রীভূমির পুজোর ৫০ বছর। পুজোর থিম ভ্যাটিক্যান সিটি। তাই সোনার অলঙ্কারেও আভিজাত্যের ছোঁয়া। রবিবারই দক্ষিণ কলকাতার সুরুচি সঙ্ঘের পুজোর থিম সং প্রকাশ করা হল। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এটিকে মোহনবাগানের ২ ফুটবলার, শহরের ২ চিকিত্সক-সহ বিশিষ্টরা। সুরুচি সঙ্ঘের সভাপতি ও মন্ত্রী অরূপ বিশ্বাস জানালেন, ২ বছরের করোনা পর্ব কাটিয়ে, এবার তাঁদের থিম- পৃথিবী আবার শান্ত হবে।
প্রথম থিম সং-এ অংশগ্রহণ করলাম : তৃণমূল বিধায়ক মদন মিত্র
বেলঘরিয়ার বাণীমন্দির ক্লাবের পুজোর থিম সংও এদিনই প্রকাশ করা হল। যা গেয়েছেন মদন মিত্র। বালিগঞ্জের এক ক্লাবে উদ্বোধন হল সেই থিম সঙের। উপস্থিত ছিলেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়, তৃণমূল বিধায়ক ও সঙ্গীতশিল্পী অদিতি মুন্সি সহ বিশিষ্টরা। গান গাওয়ার পাশাপাশি সুরে-ছন্দে পা-ও মিলিয়েছেন মদন মিত্র। কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র বলেন, 'প্রথম থিম সং-এ অংশগ্রহণ করলাম। গান সবার ভাল লাগবে আশা করছি।' শুধু মণ্ডপে নয়, এই গানের ভিডিও, বেলঘরিয়ার বিভিন্ন জায়গায়, পুজোর দিনে এলইডি স্ক্রিনে দেখানোর ব্যবস্থাও হবে বলে জানালেন উদ্যোক্তারা।
আরও পড়ুন, বাগুইআটির এই পুজোয় এবার স্বাগত জানাচ্ছে রোবট, সেই করবে দেবীবরণও !
প্রসঙ্গত, থিম সং-এ প্রথমবার হলেও, গান গাইতে এই প্রথমবার শুরু করেননি কামারহাটির তৃণমূল বিধায়ক। একুশের ভোটের আগের থেকে একাধিকবার স্লোগানে-গানে গলা মেলানোর পাশাপাশি, নিজের অ্য়ালবাম বার করেন তিনি। কখনও রোমান্টির মুডে, ও লাভলি থেকে পাশাপাশি তরিতারকারিও তার গানের লিকে বাদ যায়নি। তবে সব গানেরই নির্যাস, মূলত বিরোধীদের নিশানা করতেই অ্যালবাম। সেই গানে মেতে উঠতে দেখা যায় মদনকে তো বটেই, পাশাপাশি টলিউডের সেলেবদেরকেও। যদিও শুধুই তৃণমূল নয়, বাম-বিজেপিও সেবার গানে স্লোগানে অংশ নিয়েছিল।