সন্দীপ সরকার, কলকাতা: গার্ডেনরিচ হাসপাতালে (Gardenreach Hospital) ছানি অপারেশনের পরেই 'আঁধার'। দেখতে পাচ্ছেন না বহু রোগী। আরআইওতে ফের অস্ত্রোপচার হল সংশ্লিষ্টদের। সংক্রমণেই বিপত্তি বলে সন্দেহ চিকিৎসকদের। সংক্রমণের জেরে গার্ডেনরিচ হাসপাতালের ওটি বন্ধের নির্দেশ দিল স্বাস্থ্য দফতরের। ঘটনার তদন্তে কমিটি গঠন। 


ছানি অপারেশনের পরেই দেখতে পাচ্ছেন না চোখে: সরকারি হাসপাতালে ছানি অস্ত্রোপচারের পরেই চোখে দেখতে পাচ্ছে না একাধিক রোগী। কাঠগড়ায় গার্ডেনরিচ সুপার স্পেশালিটি হাসপাতাল। আর হাসপাতালে অস্ত্রোপচারের পরেই দেখতে পাচ্ছেন না ২০-২৫জন রোগী। অভিযোগ শুক্রবার-শনিবার অস্ত্রোপচার হয়েছে। তারপর থেকেই দৃষ্টিশক্তি হারিয়েছেন তাঁরা। অভিযোগ পাওয়ার পর, সংশ্লিষ্টদের সবাইকে পাঠানো হল কলকাতা মেডিক্যালের আরআইও-তে। কলকাতা মেডিক্যালের আরআইও-তে নতুন করে অস্ত্রোপচার হয়েছে। চিকিৎসকদের সন্দেহ চোখে সংক্রমণের জেরেই বিপত্তি হয়েছে। প্রশ্ন উঠছে, কীভাবে অস্ত্রোপচারের পর একসঙ্গে এত রোগীর সংক্রমণ? এখনও পর্যন্ত প্রতিক্রিয়া মেলেনি গার্ডেনরিচ হাসপাতালের। 


 



তৎপর স্বাস্থ্যভবন: এই অভিযোগ সামনে আসতেই তৎপর হয়েছে রাজ্য স্বাস্থ্য দফতর। সংক্রমণের জেরে অনির্দিষ্টকালের জন্য গার্ডেনরিচ হাসপাতালের OT বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। আপাতত ওই হাসপাতালে চোখের অস্ত্রোপচার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য ভবন। প্রশ্ন উঠছে , OT-তে ছানি অপারেশনের পরে কীভাবে রোগীদের চোখের সংক্রমণ? OT-র যন্ত্র, ওষুধ থেকে রোগীর চোখের থেকে নেওয়া পাঠানো হয়েছে ল্যাবে। সংক্রমণের কারণ খুঁজতে আরইও-র বিশেষজ্ঞদের নিয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। স্বাস্থ্য ভবনের নির্দেশে আলাদা তদন্ত কমিটি গঠন করল হাসপাতাল কর্তৃপক্ষও।                                                          


কী অভিযোগ? 


এক রোগীর আত্মীয়র অভিযোগ, "অপারেশনের আগে এবং পরে যে ড্রপ দেয় তা থেকে সংক্রমণ হয়েছে। নাহলে লেন্স থেকে সংক্রমণ হতে পারে। আরও একটা আশঙ্কা রয়েছে, হয়ত পুরো OT -তেই কোনওভাবে সংক্রমণ ছড়িয়েছে।'' আরেক রোগীর আত্মীয় বলেন, রোগী চোখে দেখতে পাচ্ছে না। চোখে লালভাব সঙ্গে যন্ত্রণা। আরাম পাওয়ার বদলে কষ্ট পাচ্ছেন। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: Dr Anirban Datta Death: মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজের চিকিৎসকের মৃত্যুতে বাড়ছে রহস্য, FIR দায়ের প্রাক্তন স্ত্রীর