Birthday Boy Thrown Off 4th Floor: ২৫ বছরের জন্মদিনে বন্ধুদের নিমন্ত্রণ করেছিলেন বাড়িতে। খাবার হিসেবে আয়োজন মন্দ ছিল না। সঙ্গে ছিল মদ। সেটি অবশ্যই দরকার আর কিছু থাক না থাক। কিন্তু সেই আয়োজনেই বোধহয় একটু খামতি থেকে গিয়েছিল। বা বলা ভাল, বন্ধুগুলির রাক্ষুসে তেষ্টার কাছে কম পড়ে গিয়েছিল মদের আয়োজন। আর তাঁরই মাসুল গুণতে হল প্রাণ দিয়ে। প্রাণ দিতে হল বার্থডে বয়কে। পাঁচতলার উপর থেকে তাঁকে ফেলে দেওয়া হল নিচে। ঘটনাস্থলেই সঙ্গে সঙ্গে মৃত্যু হয় তাঁর।


মদ কম পড়ায় বাড়ে আক্রোশ


ঘটনাটি মুম্বইয়ের কল্যাণের চিচড়িপদ গ্রামের। পুলিশের কথা অনুযায়ী, ঘটনাটি ঘটে ২৭ জুন রাত্রে। ওই দিন কার্তিক ভয়াল নামের মৃত যুবকের জন্মদিন ছিল। তিনি তাঁর বন্ধু নীলেশ ক্ষীরসাগর, সাগর কেল ও ধীরজ যাদবকে নিমন্ত্রণ করেন তাঁর বাড়িতে। ২৫ বছরের জন্মদিন পালনের জন্য মদের আয়োজন করেছিলেন কার্তিক। বন্ধুদের সকলেই পছন্দ করতেন মদ্যপান।


সমস্যা শুরু হয় রাত বাড়তেই


এক পুলিশের আধিকারিক সংবাদমাধ্যমকে জানান, সন্ধ্যে থেকে পরিস্থিতি স্বাভাবিক ছিল। সমস্যা শুরু হয় রাত বাড়তেই। ততক্ষণে সকলেই মদ্যপান করে ফেলেছেন। অর্থাৎ প্রত্যেকেই বেলাগাম। এদিকে মদের জোগান প্রায় ফুরিয়ে এসেছে। চাইলেও তখন আর মদ জোগাড় করার পরিস্থিতিতে ছিলেন না কার্তিক। কিন্তু সেসব আর কানে তোলেননি কার্তিকের ‘অতিথিরা’। তাদের চাহিদা ও আক্রোশ দুইই বাড়তে শুরু করে। যা শেষ পর্যন্ত বচসা ও পরে হাতাহাতি পর্যন্ত গড়িয়ে যায়।


ঘুমোতে গিয়েছিলেন বার্থডে বয়


তুমুল বচসা আর ভাল লাগেনি। ঘুমোতে চলে গিয়েছিলেন কার্তিক। এমনকি পুলিশকে দেওয়া জবানবন্দীতে তিন বন্ধু স্বীকার করে যে ঘুমিয়েও পড়েছিলেন কার্তিক। কিন্তু তাকে সেই সময়ই ঘুম থেকে ধাক্কা দিয়ে তোলা হয়। এর পর তিনজনে মিলে টেনে হিঁচড়ে তার ঘরের বাইরে বের করে আনে। তাঁকে ব্যালকনিতে নিয়ে যাওয়া হয়। মদ জোগাড় না করে কার্তিকের ঘুমিয়ে পড়ার ঔদ্ধত্য মেনে নিতে পারেনি কেউই। তাই ব্যালকনি থেকে তাঁকে পাঁচতলা নিচে ফেলে দেওয়া হয়।


হাসপাতালে নিয়ে গেলেও বাঁচানো যায়নি


পুলিশের কথায়, দেহ উদ্ধারের সময় কার্তিকের শরীরের বিভিন্ন অঙ্গে গুরুত আঘাত ছিল। বিপুল রক্তক্ষরণ হয় তাঁর। কার্তিকের পরিবার পুলিশে খবর দিলে পুলিশ ওই তিনজনকে গ্রেফতার করে। কার্তিককে হাসপাতালে নিয়ে গেলোও বাঁচানো সম্ভব হয়নি। বর্তমানে তিনজন অভিযুক্তকেই পুলিশ জেরা করছে।


আরও পড়ুন - Lonavala Falls: বৃষ্টির জেরে ঝর্নার তীব্র স্রোত, অসাবধান হতেই তলিয়ে গেল ৭ জনের পরিবার


আপনার পছন্দের খবর এবার হোয়াটসঅ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটসঅ্যাপ চ্যানেলে।