সন্দীপ সরকার, কলকাতা: গার্ডেনরিচ হাসপাতালে (Gardenreach Super Specialty Hospital) ছানি অপারেশনের পর দেখতে পাচ্ছেন না অনেকেই। অস্ত্রোপচারকাণ্ডের প্রাথমিক তদন্ত রিপোর্ট জমা পড়ল স্বাস্থ্য ভবনে। রিপোর্টে উল্লেখ, গার্ডেনরিচ সুপার স্পেশালিটি হাসপাতালের OT থেকেই ছড়িয়েছে সংক্রমণ। অস্ত্রোপচারের সময় ব্যবহার করা ফ্লুইড থেকেই ছড়িয়েছে সংক্রমণ। 


রিপোর্ট পেশ স্বাস্থ্য ভবনে: ওই রিপোর্টে উল্লেখ করা হয়েছে, হাসপাতালে ছানি অপারেশনের সময় চোখের ভেতরের স্তরে আবরণ তৈরি করতে যে ওষুধ ব্যবহার করা হয় এবং অপারেশন টেবিলে যে ফ্লুইড ব্যবহার করা হয় তার থেকেই ছড়িয়েছে সংক্রমণ। এই মর্মে স্বাস্থ্য ভবনকে প্রাথমিক রিপোর্ট পাঠাল তদন্ত কমিটি। গার্ডেনরিচ হাসপাতালে যে ব্যাচের ওষুধ এবং ফ্লুইড এসেছে তার মান সঠিক ছিল না বলেই সন্দেহ। ওই ব্যাচের ওষুধ যেখানে যেখানে সাপ্লাই করা হয়েছে, তা চিহ্নিত করা হচ্ছে। স্বাস্থ্য ভবন সূত্রে, গার্ডেনরিচ হাসপাতালেও ওই ব্যাচের যে ওষুধ এখনো রয়ে গেছে তা ব্যবহার করতে নিষেধ করা হয়েছে। অস্ত্রোপচার হয়ে যাওয়া প্রত্যেক রোগীর অপারেশনে ব্যবহৃত ফ্লুইডের নমুনা পরীক্ষা করতে পাঠানো হয়েছে। অপারেশন থিয়েটারে ব্যবহৃত সমস্ত উপকরণের কালচার করতে এসএসকেএম হাসপাতালে মাইক্রোবায়োলজি বিভাগে পাঠানো হয়েছে।


ঘটনা কী? 


গার্ডেনরিচ সুপার স্পেশালিটি হাসপাতালে শুক্রবার ও শনিবার ছানি অপারেশন করা হয় ২০ থেকে ২৫ জন রোগীর। হাসপাতাল সূত্রে খবর,  সোমবার থেকে বিভিন্ন সমস্যা নিয়ে একে একে রোগীরা হাসপাতালে হাজির হতে থাকেন। ওই ২দিন অস্ত্রোপচার হওয়া বাকি রোগীদেরও সমস্যা জানতে ডেকে পাঠানো হয়। অনেকেরই একই ধরনের সমস্যা দেখা যায়। রোগীদের পাঠানো হয় কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালের রিজিওনাল ইন্সটিটিউট অফ অফথালমোলজি-তে। প্রত্যেকেরই চোখে সংক্রমণ ধরা পড়ে। সেখানে বেশ কয়েকজনের নতুন করে অস্ত্রোপচার করা হয়। কয়েকজনকে পর্যবেক্ষণে রাখা হয়। সংক্রমণের জেরে স্বাস্থ্য দফতরের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়, অনির্দিষ্টকালের জন্য গার্ডেনরিচ সুপার স্পেশালিটি হাসপাতালের চোখের অপারেশন থিয়েটার বন্ধ রাখা হবে। কীভাবে অস্ত্রোপচারের পর একসঙ্গে এত রোগীর সংক্রমণ, সেই কারণ খুঁজতে  RIO-র বিশেষজ্ঞদের নিয়ে তদন্ত কমিটি গঠন করে স্বাস্থ্য দফতর। স্বাস্থ্য ভবনের নির্দেশে আলাদা করে তদন্ত কমিটি গঠন করে গার্ডেনরিচ সুপার স্পেশালিটি হাসপাতালও। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: Mukul Roy Health Update: সফল অস্ত্রোপচার, রাখা হয়েছে ভেন্টিলেটরে, কেমন আছেন মুকুল রায়?