কলকাতা: অস্ত্রোপচার সফল হলেও সঙ্কটজনক মুকুল রায় (Mukul Roy)। মস্তিষ্কে রক্তক্ষরণ, জমাট রক্ত বের করলেন চিকিৎসকরা। অস্ত্রোপচারের পর ভেন্টিলেটরে রাখা হয়েছে মুকুল রায়কে। আপাতত তিনি রয়েছেন চিকিৎসকদের পর্যবেক্ষণে। 


কেমন আছেন মুকুল রায়? 


গতকাল অ্যাপোলো হাসপাতালে সংজ্ঞাহীন অবস্থায় কাঁচরাপাড়ার বাড়ি থেকে আনা হয়। মুকুল-পুত্র শুভ্রাংশু জানান, বাড়িতে শৌচাগারে যাওয়ার সময় পড়ে গিয়ে মাথায় চোট লেগেছে। তারপর থেকেই সংজ্ঞাহীন তিনি। অ্যাপোলো হাসপাতাল সূত্রে খবর, এদিন তাঁর অস্ত্রোপচার সফল হয়েছে। যদিও মুকুল রায়ের শারীরিক অবস্থা সঙ্কটজনক। হাসপাতাল সূত্রে জানা গেছে, তাঁর মস্তিষ্কে রক্তক্ষরণ হওয়ায় রক্ত জমাট বেঁধেছিল। সেই জমাট রক্ত বের করেছেন চিকিৎসকরা। চিকিৎসা পরিভাষায় যাকে বলা হয়, সাব ডিউরল হেমাটোমা। অস্ত্রোপচারের পর ভেন্টিলেটরে রাখা হয়েছে তাঁকে। চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন মুকুল রায়।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: North 24 Parganas: গাছে কলসি ঝুলিয়ে বাসা উপহার, পাখিদের নীড়ে ফেরার বন্দোবস্ত স্বেচ্ছাসেবী সংগঠনের