কলকাতা: উপনির্বাচনে জয়ী তৃণমূল বিধায়কদের শপথ ঘিরে টানাপোড়েন অব্যাহত। সেই আবহেই ফের মুখ খুললেন পশ্চিমবঙ্গ বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। জানালেন, কেউ যদি তাঁদের অসহায় ভেবে থাকেন, তাহলে ভুল ভাবছেন। রাজ্যপালের উপর বিধানসভা নির্ভর করে না এবং জয়ী দুই প্রার্থী কবে শপথ নেবেন, তা শুক্রবারই জানা যাবে বলে জানালেন বিমান। আগামী কাল বিধানসভায় বিশেষ অধিবেশন ডেকেছেন তিনি। (West Bengal Assembly)


লোকসভা নির্বাচনের সঙ্গে সমান্তরাল ভাবে এবছর পশ্চিমবঙ্গের দুই বিধানসভা আসনে উপনির্বাচন হয়। বরানগর থেকে জয়ী হন তৃণমূলে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, ভগবানগোলায় জয়ী হন দলের প্রার্থী রেয়াত হোসেন সরকার। কিন্তু তার পর একমাস কেটে গেলেও এখনও বিধায়ক হিসেবে শপথগ্রহণ করতে পারেননি সায়ন্তিকা এবং রেয়াত। রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে সেই নিয়ে সংঘাত চলছে রাজ্যের। (CV Ananda Bose)


সেই আবহে ফের একবার মুখ খুললেন বিমান। তাঁর বক্তব্য, "আগামী কাল আমাদের বিধানসভার অধিবেশন ডাকা হয়েছে। মূলত স্ট্যান্ডিং কমিটির বেয়াদ বৃদ্ধির জন্য, যে মর্মে চিঠি এসেছে।" সায়ন্তিকা এবং রেয়াত ওই অধিবেশনে থাকতে পারবেন কি না জানতে চাইলে বলেন, "শপথ না হলে থাকতে পারবেন না ওঁরা। যা হবে কাল হবে। আজ কিছু বলা যাবে না।"


আরও পড়ুন: Kolkata News: ছানি অপারেশনের পর চোখে 'আঁধার', হাসপাতালের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ


রাজ্যপাল সায়ন্তিকা এবং রেয়াতের নামেও মামলা করেছেন, কিন্তু কেন করেছেন, তা বুঝতে পারছেন না বলে জানিয়েছেন বিমান। তাঁর কথায়, "নবনির্বাচিত বিধায়কদের বিরুদ্ধেও মামলা করেছেন। কী হচ্ছে বুঝতে পারছি না। আইন অনুযায়ীই সমাধান হবে, গায়ের জোরে কিছু হবে না। নিয়ম মেনেই সমাধান হবে। বিধানসভা রাজ্যপালের সামনে অসহায় নয়। যদি কেউ মনে করেন আমরা অসহায়, তাহলে সেটা তাঁর ভুল ধারণা।" 


এ প্রসঙ্গে বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল বলেন, "রাজ্যপালের এক্তিয়ারের মধ্যে পড়ে এই শপথগ্রহণ। তিনি নিজে চাইলে শপথবাক্য পাঠ করাবেন, কাউকে দিয়ে করাতে চাইলে সেই সিদ্ধান্তও ওঁরই হবে। স্পিকার, ডেপুটি স্পিকার বা মুখ্যমন্ত্রী কিন্তু এটার সিদ্ধান্ত নিতে পারেন না! এখানে যদিও সবকিছু সম্ভব। মুখ্যমন্ত্রীর কথায় স্পিকার চলেন, সংবিধান মানেন না। এর আগেও স্পিকার অধিবেশন ডেকেছিলেন কিন্তু রাজ্যপালকে ডাকা হয়নি। শপথটাও যদি সেভাবেই করে নেওয়া হয়, আমি অবাক হব না।"


শুক্রবার বিশেষ অধিবেশন ডাকা হয়েছে রাজ্য বিধানসভায়। দুপুর ২টো থেকে শুরু হবে বিশেষ সেই অধিবেশন, তার আগে ১২টা নাগাদ উপদেষ্টা কমিটিরও বৈঠক রয়েছে। সেই মতো বৃহস্পতিবারই নোটিস দেওয়া হয়েছে। বিধানসভার স্পিকার হিসেবে বিধি বলেই এই অধিবেশন ডেকেছেন বিমান। বিধানসভার স্ট্যান্ডিং কমিটিগুলির মেয়াদ শেষ হতে চলেছে। ৮ জুলাইয়ের পর কমিটিগুলি কাজ করতে পারবে না, তাতে সঙ্কট তৈরি হবে। সেই নিয়ে পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় চিঠি দেন স্পিকারকে। এর পরই বিশেষ অধিবেশন ডাকা হল। অধিবেশনে দুই বিধায়কের শপথ নিয়েও আলোচনা হতে পারে খবর। 


এখনও পর্যন্ত বিধানসভার অম্বেডকর মূর্তির পাদদেশে ধর্নায় বসে রয়েছেন সায়ন্তিকা এবং রেয়াত। কী করে এই সমস্যার সমাধান হবে, সেই নিয়ে দোলাচল চলছে। কাল তাঁদের ভবিষ্যৎ নিয়েও সিদ্ধান্ত হতে পারে বলে খবর। তবে সরকারের তরফে সেই নিয়ে নির্দিষ্ট করে কিছু জানানো হয়নি। কালকের অধিবেশনের দিকে তাকিয়ে সকলে। 


সবিস্তার আসছে