কলকাতাঃ রাজ্যপালের নিশানায় ফের রাজ্য সরকার। এদিন মমতাকে নিয়ে দিলীপের বিতর্কিত মন্তব্যের জেরে রাজভবনে যায় তৃণমূলের প্রতিনিধি দল। মূলত রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বিতর্কিত মন্তব্যের অভিযোগ উঠেছে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের বিরুদ্ধে। সেই ইস্যুতেই এদিন রাজ্যপাল জগদীপ ধনখড়কে চিঠি দেন ব্রাত্য বসুর নের্তৃত্বে তৃণমূলের ৮ সদস্যের প্রতিনিধি দল। এদিকে পাল্টা বুমেরাং হয়ে রাজ্যপালের নিশানায় ফের রাজ্য সরকার। এদিন ফের টুইটে রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তোলেন রাজ্যপাল জগদীপ ধনখড়।


প্রসঙ্গত, বৃহস্পতিবার রাজভবনের সামনে দাঁড়িয়ে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ  বলেছেন, 'এই ইস্যুতে এবার মুখ খুলুন রাজ্যপাল (WB Governor Jagdeep Dhankhar) । রাজ্যপাল প্রমাণ করুন, যে উনি বিজেপির নন। দেখব উনি কী করেন।' তিনি আরও বলেন, দিলীপ ঘোষকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে।' ইতিমধ্যেই দিলীপ ঘোষের বিরুদ্ধে মমতাকে নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে গ্রেফতারির দাবি উঠেছে। একে তো গত কয়েক দিন আগে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে অভিযোগ জানিয়ে, সম্প্রতি রাজভবনে রাজ্যপালের দ্বারস্থ হয় রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর নের্তৃত্বে তৃণমূলের প্রতিনিধি দল। কিন্তু তারপরেও কিছু বিশেষ পট পরিবর্তন হয়নি। আর ঠিক তারপরে পরেই দেশের মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়কে নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে এবার কাঠগড়ায় দিলীপ ঘোষ। ঠিক কী বলেছিলেন দিলীপ ঘোষ ? রাজ্য তৃণমূল কংগ্রেসের সম্পাদক কুণাল ঘোষ অভিযোগ জানিয়ে বলেছেন, 'দিলীপ ঘোষ বলেছেন মমতা বন্দ্য়োপাধ্যায়ের মা-বাবার ঠিক নেই। এ ধরণের মন্তব্য নিন্দনীয়।' যদিও যাকে নিয়ে এত কাণ্ড, সেই দিলীপ ঘোষ নিজের জায়গায় অনড়। তিনি বলেছেন, 'ক্ষমতা থাকলে গ্রেফতার করুক'। 


এদিকে এদিন রাজ্যপাল জগদীপ ধনখড়ের সঙ্গে দেখা করতে রাজভবনে যান ব্রাত্য বসুর নের্তৃত্বে তৃণমূলের ৮ সদস্যের প্রতিনিধি দল। কুণাল ঘোষ, কাকুলি ঘোষ দস্তিদার-সহ তৃণমূলের ৮ সদস্যের প্রতিনিধির প্রত্যেকেই এইদিন দিলীপের বিরুদ্ধে ক্ষোভ উগরে রাজ্যপালকে অভিযোগ জানিয়েছেন। যদিও সেই চিঠি ইতিমধ্যেই টুইটারে আপলোড করেছেন রাজ্যপাল জগদীপ ধনখড়। এবং এই মুহূর্তে রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলে নিশানা করেছেন তৃণমূলের সরকারকেই। রাজ্যের মানবধিকার নিয়ে সন্ত্রাস চলছে বলে, সাধারণ মানুষের অধিকারকে নিয়ে প্রশ্ন তুলে পাল্টা তোপ দেগেছেন।