কলকাতা: হেস্টিংস থানা এলাকায় বাইক দুর্ঘটনায় তরুণের মৃত্যু ঘিরে রহস্য। পরিবারের অভিযোগ, ওই তরুণকে খুন করা হয়েছে। ২২ বছরের নিশান্ত চৌধুরী নিউ আলিপুরের বাসিন্দা। পরিবারের দাবি, মৃতের বান্ধবী ঘটনার সময় তরুণের সঙ্গেই ছিলেন। হেস্টিংস থানার বিরুদ্ধে অভিযোগ নিতে টালবাহানা করারও অভিযোগ তুলেছে মৃতের পরিবার। থানায় বিক্ষোভ দেখানোর পর খুনের অভিযোগ নেওয়া হয় বলে তাঁদের দাবি।
পরিবার জানিয়েছে, আজ ভোরে এসএসকেএম হাসপাতাল থেকে তাঁরা তরুণের মৃত্যুর খবর পান। পরিবারের দাবি, ওই এলাকায় ১৯টি সিসি ক্যামেরাই খারাপ। গুরুত্বপূর্ণ এলাকা কীভাবে খারাপ এতগুলি ক্যামেরা? প্রশ্ন মৃতের পরিবারের। পুলিশ জানিয়েছে, গতকাল রাতে দুই ট্রেলারের মাঝে বাইকের ধাক্কা লাগায় পড়ে যান ওই তরুণ। আহত হন তাঁর বান্ধবী, কারও মাথায় হেলমেট ছিল না, জানিয়েছে পুলিশ। পুলিশের ভ্যানে ২ জনকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় এসএসকেএমে। সেখানে যুবকের মৃত্যু হয়, পরিবারের অভিযোগ নেওয়া হয়েছে।
চলতি বছরের দুর্গাপুজোয়, সপ্তমীর ভোরেই মর্মান্তিক ঘটনার সাক্ষী হয়েছিল উলুবেড়িয়া। ১৬ নম্বর জাতীয় সড়কে লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয়েছিল দুই বাইক আরোহীর। আরও একজনের অবস্থা ছিল আশঙ্কাজনক। তাঁকে উলুবেড়িয়া হাসপাতালে ভর্তি করা হয়েছিল। ভোর ৪টে নাগাদ উলুবেড়িয়ায় মাধবপুরে মহিষরেখা ব্রিজের কাছে দুর্ঘটনা ঘটেচিল। কোলাঘাট থেকে বাইকে চড়ে উলুবেড়িয়ার দিকে যাচ্ছিলেন ৩ বাইক আরোহী। কারও মাথায় হেলমেট ছিল না। বেপরোয়াভাবে বাইক চালিয়ে ডিভাইডারে ধাক্কা মেরে রাস্তায় ছিটকে পড়েছিলেন ৩ যুবক। পিছনে থাকা লরি ২ জনকে পিষে দিয়েছিল। লরি চালক পলাতক।
আরও পড়ুন, টাকিতে বিসর্জনের দিন TMC বিধায়কের গাড়ি আটকে অশ্রাব্য গালি! ভিডিও ভাইরাল
এখানেই শেষ নয়, মহালয়ার দিন প্রাতর্ভ্রমণে বেরিয়ে বাড়ির সামনেই বেপরোয়া বাইকের ধাক্কায় মৃত্যু হয়েছিল পথচারী প্রৌঢ়ার। ভোর সাড়ে ৫টা নাগাদ গলফ গ্রিন সেন্ট্রাল পার্কের কাছে দুর্ঘটনা ঘটেছিল। মৃতের নাম চন্দ্রা গুপ্ত। ৭৬ বছরের একাকী প্রৌঢ়া গলফ গ্রিনেরই বাসিন্দা। আবাসনের সামনেই বাইকের ধাক্কায় মৃত্যু হয়েছিল তাঁর ।
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।